BJP News : ঘাটালে মৃত কর্মীর বাড়িতে হিরণ! CBI তদন্তের দাবি, হাইকোর্টে যাচ্ছে বিজেপি – bjp wants cbi investigation for worker death case at ghatal paschim medinipur


লোকসভা নির্বাচনের প্রচার যখন জোর কদমে চলছে ঘাটাল লোকসভায়। তখন ঘাটাল লোকসভার অন্তর্গত বারবাঁশি এলাকায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। শান্তনু ঘোড়ই নামে ওই বিজেপি কর্মীকে নৃশংস হয়ে খুন করা হয়েছে বলেই অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। অভিযোগের তির শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত কর্মীর বাড়িতে গিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।রবিবার সকাল থেকেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এদিন সকালে এলাকায় পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ধরেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের অভিযোগ, মাসখানেক ধরে এলাকায় দেওয়াল লিখনের কাজ করছিল শান্তনু। বারবার তৃণমূলের তরফে চলছিল হুমকি। তবে কোন হুমকিকে পাত্তা না দিয়েই এলাকায় সংগঠন গোছানোর কাজ করছিলেন শান্তনু।

সেই কারণেই রীতিমতো তুলে নিয়ে গিয়ে ধান খেতের মধ্যে খুন করে ফেলে যাওয়া হয় শান্তনুকে, দাবি পরিবারের। ইতিমধ্যেই ঘটনা নিয়ে সরব রাজ্যের বিরোধী শিবির। পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে, ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করতে হবে, দাবি পরিবারের। ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল এলাকায়।

Hiran Chatterjee on Dev : বিধানসভার বাজেট অধিবেশন শেষে দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণ চট্টোপাধ্যায়ের

অন্যদিকে, রবিবার মৃতের গ্রামে এসে পৌঁছায় বিজেপি বিধায়ক তথা ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। গোটা ঘটনার তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিও জানানো হয় হিরণের তরফে। পুলিশ ও শাসক দল তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন হিরণ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে , এই ঘটনা নিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। আদালতের কাছে সিবিআই তদন্তের পাশাপাশি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে ময়নাতদন্তের আবেদন জানানো হবে। মঙ্গলবার পর্যন্ত ময়নাতদন্তের অনুমতি পরিবারের তরফে দেওয়া হবে না বলেই পরিবারের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পর মঙ্গলবার গ্রামে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। হিরণ বলেন, ‘যত বড় বড় নেতা আছে এই জেলার, সবাইকে সিবিআইয়ের জালে আমরা ধরব। বাংলার মা-বোনেরা লাঠি, ঝাঁটা হাতে নিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াক। না হলে এই দলদাস পুলিশকে আটকানো যাবে না।’

BJP Candidate List West Bengal : সিটিং MP-দের ভাগ্য নিয়ে দোলাচল, কেন্দ্র বদল হেভিওয়েটের? রবিতেই ২৩ আসনে প্রার্থী ঘোষণা BJP-র?
শনিবার খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাশী এলাকায় ধান জমি থেকে উদ্ধার হল ওই বিজেপি কর্মীর দেহ। খড়গপুর ২ নম্বর ব্লকের পরপরআড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাড়বাশী এলাকার ধান জমিতে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । শান্তনু ঘোড়াই নামে এক বিজেপি কর্মীর মৃতদে উদ্ধার হয় যা নিয়ে চাঞ্চল্য ছড়ায় । শান্তনু ঘোড়া এর বাবার অভিযোগ, ছেলেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হতো বা হুমকি দেওয়া হতো তৃণমূলের পক্ষ থেকে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। পুরো ঘটনার সঠিক তদন্ত দাবি করছে সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *