Kirti Azad : ‘এত ভুঁড়ি কেন?’ পুলিশকে প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের, প্রচারে ফিটনেস টিপস দিলেন কীর্তি – bardhaman durgapur tmc candidate kirti azad gave fitness tips to police


নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রতিটি কেন্দ্রেই জোর প্রচারে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। রবিবার প্রচার কর্মসূচির মাত্রা ছিল কিছুটা বেশিই। এদিন সকাল থেকেই প্রচারে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রচারের মাঝেই এক পুলিশ কর্মীর ভুঁড়ি দেখে কটাক্ষ করলেন প্রার্থী।প্রচারের জন্য এদিন মিছিল চলাকালীন এক পুলিশ কর্মীর ভুঁড়ি দেখে তাকে ফিটনেস ঠিক রাখার পরামর্শও দেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের খেলোয়াড়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফিটনেস রাখার জন্য সবাইকে বলি। ফিটনেস থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। মাথা ভালো কাজ করবে। উজ্জীবিত থাকবেন,কাজে মন পাবেন। আমি পুলিশ কর্মীকে বলেছি আমার সঙ্গে প্রতিদিন চলো, আমি ফিট করে দেব।’

পুলিশ কর্মীদের ভুঁড়ি নিয়ে মাঝেমধ্যেই চর্চা হয় এ রাজ্যের। মধ্য প্রদেশের ভারে পুলিশ কর্মীদের কটাক্ষের শিকার হতে হয় জন সাধারণের। এবার পুলিশের ভুঁড়ি নজর এড়ালো না তৃণমূল প্রার্থীরও। তবে তৃণমূল প্রার্থী হওয়ার পাশাপাশি, তাঁর অন্যতম বড় পরিচয় তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য। স্বাভাবিকভাবেই, খেলোয়াড় জীবন কাটিয়ে আসা কীর্তি নিজের স্বাস্থ্য সম্পর্কে বরাবরই সচেতন। পুলিশ বিভাগে কর্মরত মানুষও যাতে শরীরের ফিটনেস বজায় রাখার ব্যাপারে সচেতন হন, এদিন সেই বার্তাই দেন তিনি।

রবিবাসরীয় জমজমাট প্রচার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক বিধায়কের উপস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরে জোরদার প্রচার করেন তিনি। প্রচারের শেষ লগ্নে দলীয় পতাকা হাতে বাজনার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। একইসঙ্গে মাদলও বাজালেন তিনি। দলীয় পতাকা হাতে এই রকম নাচ কেন? কীর্তি আজাদ জানান, এ দিদি কা ঝান্ডা হে,জো হর বকত লহেরানা চাহিয়ে।

Kirti Azad : কীর্তি আজাদ কেন ‘বহিরাগত’ নন, দুর্গাপুরে প্রচারের শুরুতেই ব্যাখ্যা দিল তৃণমূল
পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী, কীর্তি আজাদ বর্ধমান উত্তর বিধানসভার হাটগোবিন্দপুরে যান জনসংযোগ ও প্রচারে। সেখানে বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।প্রথমে দলীয় বৈঠক করেন তারপর কলেজ মোড় হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত জনসংযোগ করেন তিনি। এই কেন্দ্র থেকে বিজেপি এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে এই কেন্দ্রে বিজেপি বড় চমক দিতে পারে বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *