হাওড়া উদয়নারায়ণপুরের সভা থেকে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, ‘২০২১ সালে ভোটের পর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পরবর্তী হিংসা নামে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহা-সহ ৬৭ জনকে আপনারা খুন করেছেন। ১২ হাজার দোকান ভেঙেছেন। দোকান-বাড়ি লুঠ করেছেন, অগ্নি সংযোগ করেছেন। আপনাদের অত্যাচারে ১ লক্ষ বিজেপি কর্মী ঘরছাড়া হয়ে, অন্য রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কেন এ জিনিস হয়েছে’?
Updated By: Mar 24, 2024, 06:13 PM IST