Siliguri To Gangtok Road : দার্জিলিঙে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! বিক্ষোভ গাড়ি চালকদের, ভোগান্তিতে পর্যটকরা – darjeeling tourists facing problem as siliguri to gangtok national highway 10 closed due to landslides


উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মাঝেই ১০ নম্বর জাতীয় সড়ক বিপজ্জনক হয়ে রয়েছে। পাহাড়ের উপরের অংশ আলগা হয়ে বোল্ডার খসে পড়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সেক্ষেত্রে পর্যটকদের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে ১০ নম্বর জাতীয় সড়কে আজ যান চলাচল বন্ধ। ক্ষুব্ধ গাড়ি চালকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন তিস্তাবাজারে।জাতীয় সড়কে বন্ধ যান চলাচল

শুক্রবারই দুর্ঘটনার আশঙ্কায় ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ, রবিবার পর্যন্ত জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহনগুলোকে ঘুরপথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। যে কোনও মুহূর্তে ধস নেমে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় ঝুঁকি নিতে নারাজ জেলা প্রশাসন। এরইমধ্যে রবিবার সকালে ২৯ মাইলের কাছে ট্র‍্যাফিক পুলিশ কর্মীদের সঙ্গে কিছু স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকদের বিবাদ শুরু হয়। গাড়ি আটকানোতেই শুরু হয় বিবাদ। তিস্তা বাজারের কাছেও বিক্ষোভ দেখান গাড়ি চালকেরা। অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি করছেন গাড়ি চালকেরা। আপাতত কিছু জায়গায় মেরামতের কাজ শুরু করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি কবে?

শনিবার সকালেই টানা বৃষ্টির জেরে ফের ধস নামে পাহাড়ে। লিকুভির এলাকায় পাহাড় থেকে ক্রমাগত গড়িয়ে পড়তে শুরু করে বড় বড় পাথর। শনিবার থেকেই ভোগান্তি শুরু হয় ১০ নম্বর জাতীয় সড়কে। প্রাথমিক ভাবে সিঙ্গেল ওয়েতে গাড়ি চলাচল করছিল। পরে সেটাও বন্ধ করে দেওয়া হয়। রাস্তা থেকে পাথর সরানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। তবে আগামী দুদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে পর্যটকদের আরও কিছুদিন ভুগতে হবে বলেই ধরে নেওয়া হয়েছে।

কোন পথে যাতায়াত?

জানা গিয়েছে, শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের গাড়ি চলাচল করছে ঘুরপথে। ডুয়ার্স হয়ে সেবক-গরুবাথান-লাভা রুটে গাড়ি চলাচল করানো হচ্ছে। স্বাভাবিকভাবেই পর্যটকরা এই মুহূর্তে পাহাড় ভ্রমণে গেলে তাঁদের বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হবে। এর মাঝে অনেকেই যানজটের ভয়ে সফর কাটছাঁট করে আগেই ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, কালিম্পং এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল করছে ২৭ মাইল-সামথার রুটে।

Darjeeling Tourism : প্যাভিলিয়ন নির্মাণ বন্ধে ক্ষোভ দার্জিলিংয়ে
তবে, আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেক্ষেত্রে খুব শীঘ্রই পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা কম। জাতীয় সড়ক ১০ কবে চালু করা হবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি স্থানীয় প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *