সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে ৪১ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার রাজ্যের মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় সংস্থার সদর দফতরে তলব করা হল। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তলব করা হয়েছে চন্দ্রনাথকে। এক্ষেত্রে আগামী ২৭ তারিখ তাঁকে ডাকা হয়ে থাকতে পারে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। তবে দোলের দিন অবশ্য আবির খেলায় অংশ নেন মন্ত্রী।প্রসঙ্গত, গত শুক্রবার বীরভূমের বোলপুরে নীচুপট্টিতে চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন এফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। সকাল থেকে শুরু হয়ে অনেক রাত পর্যন্ত চলে সেই তল্লাশি। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই তল্লাশির সময়েই উদ্ধার হয় টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একটি মোবাইল ফোনও। সেই ফোন থেকে বেশকিছু তথ্য বের করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই ফোনের বিষয়েই কথাবার্তা বলতে করতেই চন্দ্রনাথকে ইডি দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছন ইডি। তবে ইডি যখন পৌঁছয় তখন বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ। ছিলেন গ্রামের বাড়ি মুরারইতে। ইডির পৌঁছনোর খবর পেয়ে মুরারই থেকে বোলপুরে আসেন চন্দ্রনাথ সিনহা।
ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, তল্লাশির দিন চন্দ্রনাথ সিনহার পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর পাননি ইডির কর্তারা। যদিও চন্দ্রনাথ সিনহা অবশ্য ইডির তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সময় চন্দ্রনাথ সংবাদমাধ্যমে বলেন, ‘ইডি নিজের কাজ করেছে, আমি তদন্তে সহযোগিতা করেছি।’ তবে এই বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি। এমনকী টাকা উদ্ধারের বিষয়ে সংবামাধ্যমের প্রশ্নের উত্তরে চন্দ্রনাথ বলেন, কী উদ্ধার হয়েছে, না-হয়েছে, সে সব ইডি দাবি করছে, আমি কিছু বলব না এই সব নিয়ে।’
ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, তল্লাশির দিন চন্দ্রনাথ সিনহার পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর পাননি ইডির কর্তারা। যদিও চন্দ্রনাথ সিনহা অবশ্য ইডির তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সময় চন্দ্রনাথ সংবাদমাধ্যমে বলেন, ‘ইডি নিজের কাজ করেছে, আমি তদন্তে সহযোগিতা করেছি।’ তবে এই বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি। এমনকী টাকা উদ্ধারের বিষয়ে সংবামাধ্যমের প্রশ্নের উত্তরে চন্দ্রনাথ বলেন, কী উদ্ধার হয়েছে, না-হয়েছে, সে সব ইডি দাবি করছে, আমি কিছু বলব না এই সব নিয়ে।’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধারের বিষয়টি নির্বাচন কমিশনেও জানানো হবে। পাশাপাশি জানানো হবে আয়কর দফতরকেও। নির্বাচন ঘোষণার কারণে দেশে যেহেতু আদর্শ আচরণবিধি চলছে, তাই এখন এই ধরনের টাকা উদ্ধারের ঘটনা কমিশনকে জানানোর নিয়ম রয়েছে। তাই সেই নিয়ম মেনেই এটি করতে চায় ইডি।