উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং সহ মালদায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুই দিনাজপুর এবং মালদায় বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন?
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এর সঙ্গে মাঝেমধ্যেই দমকা হাওয়াও বইবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে শহরের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবারের পর থেকেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম জেলায় মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে আগামী পাঁচদিনের জন্য।
দোল উৎসবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। যার কারণে সন্ধ্যার পর থেকে তাপমাত্রার পারদ অনেকটাই কমে আসে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলেই মনে করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ১.৫ মিলিমিটার। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার তারতম্য ঘটবে মঙ্গলবারও।