Darjeeling Weather,বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, কেমন থাকবে দার্জিলিঙের আবহাওয়া? – west bengal weather update on 26 march rainfall will continue in darjeeling with several districts


রঙের উৎসবের দিনেই ভিজল কলকাতা। পাশাপাশি, লাগাতার বৃষ্টির পূর্বাভাস গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই সময় পর্যটকরা উত্তরবঙ্গে ভ্রমণে গেলে বৃষ্টির জন্য সমস্যায় পড়তে পারেন। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশ এবং অসমের উপর বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি ভারতীয় উপমহাদেশের উপর তৈরি হয়ে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা৷ সেই কারণে দেশের বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টি একটানা দাপট চলছে৷ পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর ওড়িশা, পূর্ব ঝাড়খণ্ড, পূর্ব বিদর্ভ, ছত্তিশগড় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বজ্রপাত হওয়ার আশঙ্কা। দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। সেইমতো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং সহ মালদায় আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দুই দিনাজপুর এবং মালদায় বুধবারের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন?

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে ২৬ মার্চ সকাল থেকে ২৭ মার্চ সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এর সঙ্গে মাঝেমধ্যেই দমকা হাওয়াও বইবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে শহরের একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে বুধবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বুধবারের পর থেকেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম জেলায় মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানানো হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে আগামী পাঁচদিনের জন্য।

বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়বৃষ্টি! সপ্তাহজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস সিকিমে
দোল উৎসবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সন্ধ্যার পর থেকেই ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। যার কারণে সন্ধ্যার পর থেকে তাপমাত্রার পারদ অনেকটাই কমে আসে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে বলেই মনে করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ১.৫ মিলিমিটার। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রার তারতম্য ঘটবে মঙ্গলবারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *