Howrah Station,গঙ্গার নীচের মেট্রো থেকে বেরিয়েই হাওড়ায় লোকাল ধরুন আর সহজে! বড় পদক্ষেপ রেলের – new ticket counter for local train near howrah metro station


গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। অনেক কম সময়ে ও যানজটের মধ্যে না আটকেই কলকাতা থেকে হাওড়ায় পৌঁছে যেতে পারছেন মানুষজন। আর হাওড়া স্টেশনে পৌঁছে সেখান থেকে বিভিন্ন দিকের লোকাল ট্রেন ধরছেন তাঁরা। কিন্তু এক্ষেত্রে অনেক সময়ই একটি সমস্যা তৈরি হচ্ছে অভিযোগ উঠছে যাত্রীদের একাংশের পক্ষ থেকে। এমনকী বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া লেখালিখিও শুরু হয়ে গিয়েছে।

ঠিক কী সমস্যা?

জলের তলার দিয়ে মেট্রো পরিষেবা উপভোগ করতে, নতুন চালু হওয়া হাওড়া মেট্রো স্টেশনে প্রতিদিনই প্রচুর মানুষের সমাগম হচ্ছে। প্রতিটি মেট্রো আসার সঙ্গে সঙ্গেই কাতারে কাতারে বেরিয়ে আসছেন প্রচুর মানুষ। তাঁদের মধ্যে অনেকেই পুনরায় হাওড়া স্টেশনে প্রবেশ করছেন বিভিন্ন লাইনের লোকাল ট্রেন ধরার জন্য। আর সেখানেই তৈরি হচ্ছে সমস্য়া। ওই যাত্রীদের মধ্যে যাঁদের টিকিট নেই তাঁদের অনেকেই সেটি কাটার জন্য অজান্তে বা অসাবধানতায় স্টেশনের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছেন। তারপর কাটছেন টিকিট। আর ওই দূরত্বটুকু পেরোতে গিয়ে বহু মানুষকেই টিকিট পরীক্ষকের মুখোমুখি হতে হচ্ছে। যার জেরে তৈরি হচ্ছে সমস্যা।

Social Media Post

সোশ্যাল মিডিয়ায় পোস্ট

কোথা থেকে টিকিট কাটবেন?

এক্ষেত্রে যে সমস্ত যাত্রীরা মেট্রো থেকে নেমে লোকাল ট্রেনের টিকিট কাটবেন বলে যাচ্ছেন, তাঁরা হাওড়া মেট্রো স্টেশনের ভিতরে যেখানে টিকিট কাউন্টার আছে, তার কাছেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন। পূর্ব রেলের তরফেই খোলা হয়েছে এই কাউন্টার। এতে অবাঞ্ছিত হয়রানি এড়ানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শুরু চর্চা

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি শুরু হয়েছে। সৌভিক মিত্র নামে এই ইউজার লেখেন, ‘আমি এই স্টেশনে এখনও যাইনি। কিন্ত শুনছি হাওড়া স্টেশন (রেল স্টেশন) থেকে মেট্রো স্টেশনে যওয়ার কোনও সাবওয়ে নেই, স্টেশনের বাইরে দিয়ে হাঁটতে হচ্ছে। তাহলে প্রশ্ন অসম্পূর্ণ স্টেশনকে কেন চালু করা হল? আর সাবওয়ে কেন করা হল না?’ প্রসঙ্গত, সম্প্রতি চালু হয়েছে হাওড়া মেট্রো। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে কলকাতা ও হাওড়ার যোগাযোগ ব্যবস্থা আরও সুবিধাজনক হয়েছে। অনেকটাই কম সময়ে যাতায়াত করতে পারছেন মানুষজন। আর শুধু তাই নয়, এর পাশাপাশি জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো সেকশনও চালু হয়েছে একইসঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *