সন্দেশখালি মা-বোনদের পাশে সারা জীবন থাকব, ওদের হয়ে প্রতিবাদ চলতে থাকবে। বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই জানালেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর মতো এক গ্রামীণ মহিলাকে প্রার্থী করার কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।সন্দেশখালীর বাসিন্দা রেখা পাত্র। উনি বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী হয়েছেন। বসিরহাট কেন্দ্র থেকে এবার সেরা চমক দিয়েছে বিজেপি। প্রতিবাদী মহিলা মুখকেই দলের প্রার্থী করে নিয়ে আসা হয়েছে মানুষের সামনে। গত কয়েক মাসে জাতীয় রাজনীতিতেও আলোচনার বিষয় বস্তু হয়ে উঠেছে সন্দেশখালির ঘটনা। সেই আক্রোশকেই ভোট বাক্সে প্রতিফলিত করার জন্যেই তাঁকে প্রার্থী করল গেরুয়া শিবির বলেই ধারণা রাজনৈতিক মহলে।
বিজেপি সূত্রে খবর, কিছুদিন আগেই বারাসতে একটি সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় সন্দেশখালির বেশ কিছু প্রতিবাদী মুখকে এনে হাজির করায় গেরুয়া শিবির। সেদিন সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মহিলাদের মধ্যেই ছিলেন এই রেখা পাত্র। সেদিনই সন্দেশখালির মহিলাদের মধ্যে কাউকে প্রার্থী করা হবে, এমনটা ঠিক করে নেয় জেলা বিজেপি নেতৃত্ব।
বিজেপি সূত্রে খবর, কিছুদিন আগেই বারাসতে একটি সভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় সন্দেশখালির বেশ কিছু প্রতিবাদী মুখকে এনে হাজির করায় গেরুয়া শিবির। সেদিন সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মহিলাদের মধ্যেই ছিলেন এই রেখা পাত্র। সেদিনই সন্দেশখালির মহিলাদের মধ্যে কাউকে প্রার্থী করা হবে, এমনটা ঠিক করে নেয় জেলা বিজেপি নেতৃত্ব।
আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে। দীর্ঘদিন রাজনীতিবিদের সামনে এবার কাকে বিজেপি প্রার্থী করবে, তাই নিয়ে ব্যাপক জল্পনা ছিল সর্বস্তরে। বসিরহাট আসন থেকে কি বিজেপি কোনও তারকা মুখ বেছে নেবে? জেলা স্তরের কোনও নেতাকে প্রার্থী করা হবে? এরকম একাধিক জল্পনা ছিল রাজনৈতিক মহলে। শেষমেষ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করা হল রেখা পাত্রকে।