Agnimitra Paul,প্রার্থী হয়েই আশীর্বাদ নিতে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার, শাড়ি উপহার বর্ষীয়ান নেতার – agnimitra paul medinipur lok sabha constituency bjp candidate meets with sisir adhikari


মেদিনীপুর কেন্দ্রে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। আর নাম ঘোষণার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোমবার কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে বর্ষীয়ান নেতা শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন অগ্নিমিত্রা পাল। কথা হয়েছে অধিকারী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। অগ্নিমিত্রাকে শাড়ি উপহার দিলেন শিশির। একইসঙ্গে গোটা নির্বাচনী পর্বে শিশির অধিকারী তাঁকে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানালেন অগ্নিমিত্রা।গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এবার তাঁকে বর্ধমান – দুর্গাপুর আসন থেকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। সেই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ‘পাঁচ বছর ধরে তিলে তিলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষের স্বার্থে উন্নয়ন ও প্রতিটা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল সাংসদ দিলীপ ঘোষের। দিলীপ ঘোষের হাত ধরে রাজনীতিতে পা, আমি দিলীপ ঘোষকে শ্রদ্ধা এবং সম্মান করি। তাঁর পরিশ্রমের জায়গা তিনি আমাকে ছেড়ে গিয়েছেন।’ অন্যদিকে ওই কেন্দ্রে এবার জুন মালিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। তবে তৃণমূল প্রার্থীকে অবশ্য এখেবারেই গুরুত্ব দিতে চাইলেন না অগ্নিমিত্রা। তিনি বলেন, ‘মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া কোনও ফ্যাক্টর নন, আমার লড়াইটা তৃণমূলের সঙ্গে।’

নাম ঘোষণার পরেই শিশির আধিকারীর আশীর্বাদ নিয়ে তাঁর বাডিতে যান অগ্নিমিত্রা পাল। শিশির অধিকারীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয় অগ্নিমিত্রার। শিশিরকে ‘জ্যাঠামশাই’ সম্বোধন করেন অগ্নিমিত্রা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বলেন, ‘এই এলাকায় তিনিই (শিশির অধিকারী) শেষ কথা। আমি বলে এলাম, কোনও জায়গায় কোনও অসুবিধা হলে আপনাকে ফোন করব। সবরকম ভাবেই তিনি আছেন। আজ প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমার জন্য একটি সুন্দর শাড়ি কিনে এনেছেন। আমি অত্যন্ত আপ্লুত। যুদ্ধে নামতে চলেছি, যুদ্ধ নামার আগে যেমন গুরুজনেরা আশীর্বাদ করেন, জ্যাঠামশাই আমার গুরুজন। তাই আশীর্বাদ দিতে আসা।’

আজ প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমার জন্য একটি সুন্দর শাড়ি কিনে এনেছেন। আমি অত্যন্ত আপ্লুত।

অগ্নিমিত্রা পাল

একইসঙ্গে শিশির অধিকারীরে প্রচারে আমন্ত্রণ জানাবেন বলেও জানান অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা বলেন, ‘জ্যাঠামশাই অত্যন্ত ব্যস্ত মানুষ, তবে আশা রাখি এই ক’মাসে ওঁকে বেশ কয়েকবারই সঙ্গে পাব।’ বিজেপি প্রার্থী জানান, আজ মঙ্গলবার মেদিনীপুরে ঢুকবেন তিনি। তার আগে এদিন সকালে নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দেবেন। প্রসঙ্গত, মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কেন্দ্রে লড়াইয়ের দায়িত্বই এবার অগ্নিমিত্রার হাতে তুলে দিয়েছে দল। এখন দেখার সেখানে কতটা টক্কর দিতে পারেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *