CPIM West Bengal,’নমস্কার আমি সমতা!’ ভোটের প্রচারে চমক আনতে এবার AI অ্যাঙ্কর সিপিএম-এর – cpim west bengal launched a ai anchor ahead of lok sabha election 2024


লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। ডান হোক বা বাম, পিছিয়ে নেউ কোনও পক্ষই। মিটিং মিছিল সভা সমিতি রোড শো তো আছেই, এছাড়াও ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাচ্ছেন দলগুলি। আর সেই ডিজিটাল প্রচারের ময়দানে এবার বড়সড় চমক পশ্চিমবঙ্গ সিপিএম-এর। ভোটের আগে এবার এআই অ্যাঙ্কর নিয়ে এল সিপিএম। অ্যাঙ্করের নাম সমতা।এই বিষয়ে একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে পশ্চিমবঙ্গ সিপিএম। সেখানে ওই AI সঞ্চালিকাকে দেখাও যাচ্ছে। ভিডিয়োতে নিজেই নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে সমতাকে। CPIM West Bengal-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার থেকে দেখা যাবে সমতাকে। ২৭ সেকেন্ডের ওই ভিডিয়োতে রাজ্যবাসীকে রঙের উৎসবের শুভেচ্ছা জানান হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে ‘এই বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের JNU।’ প্রসঙ্গত এই বছর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে বামেরাই।


এদিকে এই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এস এ হালিম নামে এক ইউজারের প্রতিক্রিয়া, ‘প্রত্যেক মানুষের সমান অধিকারকে সমতা বলা হচ্ছে। বামফ্রন্ট ফিরে এলে মানুষ আবারও নিজের অধিকার ফিরে পাবে।’ আবার সৌহার্দ্য মুখোপাধ্যায় নামে এক ইউজার লেখেন, ‘যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এত লোকের কাজ যাচ্ছে, সেটা কি প্রমোট করছে?’ তবে অনেকেই সিপিএম-এর এই পদক্ষেপকে ‘ভালো উদ্যোগ’ বলেছেন।

প্রসঙ্গত, ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে মোট ৭ দফায় হতে চলেছে নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোট, চলবে ১ জুন পর্যন্ত। ভোটের ফলাফল ৪ জুন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করতেও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই বামেরাও। এখনও পর্যন্ত ৩ বারে মোট ২১ আসনে প্রার্থী দিয়েছে বামেরা। এবারে বামেদের প্রার্থী তালিকায়, পুরনোদের পাশাপাশি নতুন মুখেদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী করা হয়েছে বহু তরুণ তুর্কিকেও। সেক্ষেত্রে একদিকে যেমন প্রার্থী হয়েছেন মহম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীর মতো অভিজ্ঞ মুখেরা, তেমনই টিকিট পেয়েছেন সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্য়োপাধ্যায়, দীপ্সিতা ধরের মতো ইয়াং ব্রিগেড।

এদিকে সিপিএম-এর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুনলাম বামেরা নাকি এবার ভোট লড়তে AI ব্যবহার করছে! মনে পড়ে উনিশশো-আশির দশকের দাঁতমুখ খিঁচিয়ে লুঙ্গি গুটিয়ে বাম ক্যাডাররা চিল্লাত, যে কোনও মূল্যে কম্পিউটার রুখছি রুখব! কালের গতি অপ্রতিরোধ্য। যে গতিতে মার্কস-লেনিন বাজে কাগজে পরিণত, সেই গতিতে আবার আসছেন নরেন্দ্র মোদী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *