হোলিতে সবাই যখন রং খেলায় মেতে সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবর দিলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়। বাবা হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ইমন। স্ত্রী ঋতুপর্ণা এবং ইমনের দুই হাতের মাঝে ছোট্ট একটা হাত। সোশ্য়াল মিডিয়া পোস্টে ধরা পড়েছে এমনই ছবি। গত ১১ মার্চ সন্তানের জন্ম হলেও, দোলপূর্ণিমার মতো বিশেষ দিনে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শিল্পী। পোস্টে ইমন লিখেছেন ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে একটি ছোট্ট দেবদূতের আগমনে আমাদের জীবন উজ্জ্বল হয়ে উঠেছে এবং ভগবানের আশির্বাদে আমাদের ঘরে পুত্র সন্তানের এসেছে।’ বিষদে জানুন ভিডিয়োতে। দেশ থেকে বিদেশের নানা খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।