Lok Sabha Election 2024,তৃণমূল-বিজেপির তারকা প্রচারকের তালিকায় একাধিক চমক, বাদ পড়লেন কারা? – trinamool congress bjp announced their star campaigner list for west bengal lok sabha election


চলতি মাসের শেষেই দলের হয়ে প্রচারে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তার আগে মঙ্গলবারই তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল দল। নবীন – প্রবীণ ভারসাম্য বজায় রেখে প্রকাশ হল তৃণমূলের তারকা প্রচারকের তালিকা। একাধিক পরিচিত মুখকে বাদ পড়তে দেখা গিয়েছে এই তালিকায়। মোট ৪০ জন তারকা প্রচারক রয়েছেন এবারের তালিকায়। পাশাপাশি, এদিন বিজেপির তরফেও ৪০ জন তারকা প্রচারকের নাম জানিয়ে দেওয়া হয়েছে।আদ্যোপান্ত রাজনীতিক এবং দলের বিধায়ক, সাংসদদের যেমন রাখা হয়েছে তৃণমূলের তালিকায়, তেমনই গতবারের সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহানকে বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। বয়সজনিত কারণে বাদ পড়েছেন শত্রুঘ্ন সিনহা। চমকপ্রদ ভাবে এই তালিকায় নাম নেই কাঞ্চন মল্লিকের। এছাড়া দলের একাধিক জনপ্রিয় বিধায়ক এবং আসন্ন লোকসভা নির্বাচনের সাংসদ প্রার্থীকে রাখা হয়েছে এই তালিকায়।

তৃণমূলের তারকা প্রচারকের তালিকা

অন্যদিকে, বিজেপির তরফেও রাজ্যের জন্য তারকা প্রচারকের নামের তালিকা দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী, জে পি নাড্ডা থেকে শুরু করে রাজনাথ সিং, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, সুনীল বনসল, অমিত মালব্যরা রয়েছেন। তেমনই রয়েছেন মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি, রুদ্রনীল ঘোষ এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা।

বিজেপির তারকা প্রচারকের তালিকা

বিজেপির তারকা প্রচারকের তালিকা

তৃণমূলের তালিকায় রাজনীতিকদের মধ্যে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী মানস ভুইয়াঁ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা রয়েছেন। এবার লোকসভা নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন যেমন দেব, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, জুন মালিয়া, পার্থ ভৌমিক, দেবাংশু ভট্টাচার্যরা প্রার্থী হয়েছেন। অর্থাৎ নিজদের কেন্দ্রের বাইরে গিয়েও প্রচার করবেন এঁরা। রয়েছেন রাহুল সিনহা, দেবশ্রী চৌধুরী, মাফুজা খাতুন, শঙ্কর ঘোষ, অমিতাভ চক্রবর্তী, শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরের মতো রাজ্য বিজেপির নেতারা।

এবার বিধায়কদের মধ্যে বীরবাহা হাঁসদা, রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি, বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রার্থী করা না হলেও এই তালিকায় রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার, কুণাল ঘোষের মতো দলের মুখপাত্ররাও।

৩১ মার্চ থেকেই লোকসভার প্রচারে মমতা, কোন কেন্দ্রে প্রথম সভা?
তবে এবার তৃণমূলের তালিকায় বাদ পড়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহানরা। মিমি চক্রবর্তী নিজেই লোকসভা নির্বাচনে দাঁড়াতে চাননা বলে জানিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে দলের হয়ে প্রচারের ব্যাপারে সম্মতি ছিল তাঁর। তবে তালিকায় রাখা হয়নি। অন্যদিকে, প্রচারকের তালিকায় রাখা হয়নি নুসরত জাহানকে। এমনিতেই সন্দেশখালি কাণ্ডের পর থেকেই দলের থেকে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে। এবারে তাঁকে প্রার্থী করাও হয়নি। পাশাপাশি, তারকা প্রচারকের তালিকাতেও রাখা হল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *