লোকসভায় বিজেপির এখনও পর্যন্ত প্রকাশিত প্রার্থী তালিকায় রুদ্রনীল ঘোষের নাম না থাকা প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘দল যা যা নির্দেশ দিয়েছে সেই মোতাবেক কাজ করেছি। ভবানীপুর কেন্দ্রের মতো কঠিন আসন থেকে লড়াই করেছি। স্বাভাবিকভাবেই লোকসভায় যাঁরা টিকিট পেয়েছেন তাঁদের মধ্যে যে থাকব সেই আশা কেন করব না বলুন! তবে দলের সিদ্ধান্ত সর্বোপরি। দল যাতে ভেবেছে প্রার্থী করেছে। আমার আশা ছিল। কিন্তু, টিকিট না পেয়ে দুঃখ হয়নি। অন্য দায়িত্বের জন্য হয়তো আমাকে ভাবা হয়েছে।’
উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে একাধিক তারকা যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু, ভোট শেষ হয়ে যাওয়ার পর তাঁদের অনেককেই আর দেখা যায় না দলের কর্মসূচিতে। যদিও সেই তালিকায় পড়েন না রুদ্রনীল। বিভিন্ন ক্ষেত্রে তাঁকে দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিজেপির পঞ্চম তালিকায় নাম না থাকায় কিছুটা হতাশ অভিনেতা।
এদিকে তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরেই রীতিমতো চর্চা শুরু হয় দলত্যাগ নিয়ে। সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন রুদ্রনীল। তিনি বলেন, ‘এখনই দল ছাড়ার সম্ভাবনা নেই। যদি কোনওদিন কিছু নয়া ভাবি এই নিয়ে সেদিন জানাব।’ তিনি যে বিজেপিতেই রয়েছেন, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, এখনও বিজেপির চার কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি রয়েছে। এই কেন্দ্রগুলিতে কারা প্রার্থী হতে চলেছেন? তা নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।