এর আগে ২০২১ সালে অর্জুন সিংয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। সেই সময় তিনি দাবি করেছিলেন, ‘যে কোনও সময় খুন হতে পারি।’ তাঁকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। সেই সময় তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তার আগে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন অর্জুন সিং।
তবে বুধবার দুপুর পর্যন্ত রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছিলেন অর্জুন সিং। নিরাপত্তা বাড়ার কথা নিজেও স্বীকার করেছেন অর্জুন সিং। তিনি বলেন, ‘আগেও জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতাম। আবার পাচ্ছি। কেন্দ্র নিরাপত্তা বাড়িয়েছে। জেড ক্যাটাগরিতে যতজন নিরাপত্তার দায়িত্বে থাকার কথা, থাকবেন।’
উল্লেখ্য, গত ১০ মার্চ জনগর্জন সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল। সেখানে দেখা যায় ব্যারাকপুর কেন্দ্র থেকে পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে। এরপরেই তাঁর ‘ঘরে ফেরা’ নিয়ে আফশোসের সুর শোনা গিয়েছিল অর্জুন সিংয়ের কণ্ঠে।
তারপরেই ফের একবার তাঁর বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে ওঠে। শেষমেশ তিনি বিজেপিতে যোগদান করেন। এরপরেই তাঁকে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করার জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও দলের একাংশেই এই নিয়ে অন্য সুর শোনা গিয়েছিল। শেষমেশ সমস্ত জল্পনা উড়িয়ে তাঁকেই প্রার্থী করে বিজেপি। লোকসভার মুখে তাঁর বিজেপিতে প্রত্যাবর্তন নিয়ে চর্চা শুরু হয়েছিল। এবার বাড়ানো হল অর্জুন সিংয়ের নিরাপত্তা।
প্রসঙ্গত, অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। ‘সুবিধাবাদী রাজনীতিক’-এর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। টিকিট না পেলেই দল বদল করেন, এমনও অভিযোগ উঠেছে। কিন্তু, অর্জুন সিংয়ের কণ্ঠে মোদীর আদর্শে চলার বার্তা শোনা গিয়েছে। এখন দেখার ব্যারাকপুর কেন্দ্রে ভোটযুদ্ধে শেষ পর্যন্ত কি জয়ী হতে পারবেন অর্জুন সিং?