Arun Uday Pal Chaudhary Vs Sajda Ahmed,প্রচারে এগিয়ে সাজদা, উলুবেড়িয়ায় কতটা টক্কর দেবেন ‘ভূমিপুত্র’ অরুণউদয়? – tough fight between bjp candidate arun uday pal chaudhary and tmc candidate sajda ahmed at uluberia lok sabha constituency


বহিরাগত না ভূমিপুত্র কাকে সাংসদ হিসেবে উলুবেড়িয়ার মানুষ বেছে নেবে সেই নিয়ে এখন জোর রাজনৈতিক তরজা চলছে শাসক বিরোধী দুই শিবিরে। বিজেপি প্রার্থী অরুণউদয় পালচৌধুরীর দাবি, উলুবেড়িয়া লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বহিরাগত। সেই জায়গায় তিনি ভূমিপুত্র। সুতরাং উলুবেড়িয়ার মানুষের রায় এবার তাঁর পক্ষে থাকবে। যদিও তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের বক্তব্য, এটা নির্বাচনের গিমিক ছাড়া আর কিছুই নয়। গত লোকসভা নির্বাচনের মত এবারেও এই লোকসভা আসনের ফল তৃণমূলের পক্ষেই যাবে।লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে সাজদা আহমেদের নাম ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে গত রবিবার এই আসনে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুণউদয় পালচৌধুরীর নাম ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও এখনও পর্যন্ত এই আসনে বাম কংগ্রেস বা আইএসএফ কেউই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এমনকী এই আসনে জোটের ভবিষ্যৎ কী, সেই নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

এদিকে বেশ কয়েকদিন আগেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। তবে অরুণ উদয়পালচৌধুরী অবশ্য নাম ঘোষণার পর উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবড়িতে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন। মঙ্গলবার বোয়ালিয়ার একটি হরিনাম সংর্কীতনেও যোগ দেয় বিজেপি। এদিন অরুণউদয় পালচৌধুরী বলেন, ‘এতদিন জেলার সভাপতির দায়িত্ব সামলেছি, এবার প্রার্থী হওয়ায় খুব ভালো লগছে। দলের সর্বস্তরের কর্মীরা পাশে থাকায় বাড়তি মনোবল পাচ্ছি।’ বিজেপি প্রার্থীর দাবি, ‘শাসক দলের প্রার্থী বহিরাগত, কিন্তু আমি উলুবেড়িয়ার ভূমিপুত্র হওয়ায় এবারে ফল অন্যরকম হবে। ৪ জুন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়াতেও গেরুয়া ঝড় উঠবে।’

বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরীর অভিযোগ, শাসক দলের প্রার্থী পরিযায়ী পাখি। দু’বারের সাংসদ থাকাকালীন উলুবেড়িয়ার কোনও উন্নয়ন হয়নি। এমনকী উলুবেড়িয়ার সমস্যা নিয়ে সংসদে কোনওদিন সরবও হননি। যদিও বিজেপি প্রার্থীর এই বক্তব্য মানতে রাজি হননি তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। সাজদার পালটা দাবি, ‘উনি (বিজপি প্রার্থী) জানেন না, আমি সাংসদ হওয়ার আগে থেকেই উলুবেড়িয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ভোটার। সুতরাং বিজেপি প্রার্থী যেটা বলছেন সেটা নিছক একটা ভোটের গিমিক ছাড়া আর কিছুই নয়।’ যদিও উলুবেড়িয়ার মানুষ বিজেপির এই গিমিকে বিভ্রান্ত হবে না বলেই দাবি করেন সাজদা আহমেদ। সেক্ষেত্রে এবারেও উলুবেড়িয়া আসনে তাঁর পক্ষেই মানুষ রায় দেবেন বলে আত্মবিশ্বাসী সাজদা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *