বাবুল আরও জানিয়েছেন, গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়ছেন। ফলে অমিত শাহও এখান থেকে লড়তে পারেন। বলেন, ‘বঙ্গ বিজেপিকে বলব, ওঁদের বোঝানোর চেষ্টা করুন.. শুভ কামনা।’
তবে বাবুল সুপ্রিয়র এই পোস্ট নিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি। এই বিষয়ে বাবুল সুপ্রিয় পরে ‘এই সময়’কে বলেন, ‘শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং বাবুল সুপ্রিয়র আলাদা পরিচিতি রয়েছে। এঁদের প্রত্যেকের আত্মসম্মানবোধ আছে। এই তিন জনেই নিজেদের সম্মানরক্ষার্থে দল ছেড়েছেন। ওঁরা এখন আসানসোলে কোনও প্রার্থী পাচ্ছেন না। তাই এই কারণেই আসানসোলে অমিত শাহকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলছি।’
আসানসোল কেন্দ্র থেকে ২০১৪ ও ২০১৯ সালে বাবুল সুপ্রিয় পর পর দু’বার বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জেতেন। পরে সাংসদ হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন। কিন্তু ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হলে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলকে।
তা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। বিজেপি ছেড়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল। বর্তমানে তিনি রাজ্য সরকারের মন্ত্রীও।