Babul Supriyo : ‘শাহ দাঁড়ান আসানসোলে’, পোস্টে কটাক্ষ বাবুলের – babul supriyo criticises amit shah on twitter post for asansol bjp lok sabha election candidate


এই সময়, আসানসোল: সবার প্রথমে প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃণমূল। তার পর সিপিএমও ঘোষণা করেছে তাদের প্রার্থীর নাম। দু’দলের প্রার্থীরাই প্রচারে নেমে পড়েছেন। কিন্তু আসানসোল কেন্দ্রে এখনও প্রার্থীর নামই জানাতে পারেনি বিজেপি। আর সেটা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।দোলের দিন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এক্স পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করেছেন। বাবুল তাঁর পোস্টে লিখেছেন, ‘আমার অনুভূতি হচ্ছে যে, হয়তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসানসোল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমার মতো, আর এক বিজেপি বিদ্রোহী নেতা শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে লড়ছেন। আর এক বিদ্রোহী কীর্তি আজাদ লড়ছেন আসানসোল সংলগ্ন আসন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। যাঁর আত্মসম্মান রয়েছে এবং নিজের পক্ষে কথা বলার সাহস আছে, তিনি বিজেপিতে টিকে থাকতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে এখান থেকে লড়াই করতে পারেন।’

বাবুল আরও জানিয়েছেন, গুজরাটের বাসিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়ছেন। ফলে অমিত শাহও এখান থেকে লড়তে পারেন। বলেন, ‘বঙ্গ বিজেপিকে বলব, ওঁদের বোঝানোর চেষ্টা করুন.. শুভ কামনা।’

তবে বাবুল সুপ্রিয়র এই পোস্ট নিয়ে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি। এই বিষয়ে বাবুল সুপ্রিয় পরে ‘এই সময়’কে বলেন, ‘শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং বাবুল সুপ্রিয়র আলাদা পরিচিতি রয়েছে। এঁদের প্রত্যেকের আত্মসম্মানবোধ আছে। এই তিন জনেই নিজেদের সম্মানরক্ষার্থে দল ছেড়েছেন। ওঁরা এখন আসানসোলে কোনও প্রার্থী পাচ্ছেন না। তাই এই কারণেই আসানসোলে অমিত শাহকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলছি।’

BJP In West Bengal : এখনও চার কেন্দ্রে বিজেপি প্রার্থীর দেখা নেই!

আসানসোল কেন্দ্র থেকে ২০১৪ ও ২০১৯ সালে বাবুল সুপ্রিয় পর পর দু’বার বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে জেতেন। পরে সাংসদ হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন। কিন্তু ২০২১-এর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হলে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবুলকে।

তা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মনোমালিন্য হয় তাঁর। বিজেপি ছেড়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন বাবুল। বর্তমানে তিনি রাজ্য সরকারের মন্ত্রীও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *