Bandel Howrah Local,হাওড়ায় সিগন্যাল বিভ্রাটের জের, ব্যান্ডেল ও তারকেশ্বর শাখায় তীব্র দুর্ভোগ যাত্রীদের – train services was disrupted between howrah bandel and howrah tarakeswar line due to signal problem


শিয়ালদা দক্ষিণ শাখার পর এবার হাওড়া ডিভিশন। সিগন্যালের সমস্যার কারণে ব্যাপকভাবে প্রভাবিত ট্রেন চলাচল। সিগন্যাল সংক্রান্ত সমস্যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল ট্রেনগুলি। আপেও স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে রেলের তরফে জানান হয়, সকাল সাড়ে সাতটা নাগাদ হাওড়ায় সিগন্যালিংয়ের সমস্যার সমাধান হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করছেন কেউ কেউ।জানা গিয়েছে, সকাল ৬.২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছনর সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরনো বন্ধ হয়ে যায়। সেই সময়, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ পরে অবশ্য কৌশিক মিত্র জানান, সাড়ে সাতটা নাগাদ হাওড়ায় সিগনালের সমস্যার সমাধান করা গিয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক। যদিও সাতসকালে এই ঘটনার জেরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই আশঙ্কা যাত্রীদের একাংশের।

এদিকে এই ঘটনার জেরে, ব্যান্ডেল থেকে হাওড়া মুখী লোকাল ট্রেনগুলি বন্ধ হয়ে যায়। আপ লাইনেও বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ও গণদেবতা প্রায় পঞ্চাশ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্য়ান্ডেলে পৌঁছয়। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা ছিল অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে পড়তে হয় নিত্যাযাত্রীদের। সকালে ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের এই পরিস্থিতি হওয়ায় ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। বিভিন্ন স্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। জানা যায়, সকাল ৫.৪৯ মিনিটে শেষ ডাউন ব্যাণ্ডেল লোকাল ছেড়ে যায়। তার পরেই শুরু হয় দুর্ভোগ।

অ্যন্যদিকে হাওড়ায় সিগন্যাল সংক্রান্ত এই সমস্যার প্রভাব পড়ে তারকেশ্বর শাখাতেও। সকাল থেকেই অনিয়মিত হয়ে পড়ে আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল। সকাল ৮টা নাগাদ সিঙ্গুর স্টেশনে প্রচুর যাত্রীর ভিড় চোখে পড়ে। কাজের দিনে কর্মস্থলে যাওয়ার পথে ব্যাপক হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। বাতিল করা হয় হরিপাল লোকাল, তারকেশ্বর লোকাল সহ বেশ কয়েকটি ট্রেন। প্রসঙ্গত, মঙ্গলবার এই সিগন্যালিংয়ের সমস্যার কারণে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় শিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *