Hiran Chatterjee,’জেতার পরে কী ভাবে টাইট দিতে হয়…’, হুমকির জেরে হিরণকে শোকজ কমিশনের – election commission serves show cause notice to hiran chatterjee ghatal lok sabha bjp candidate


এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ) শোকজ নোটিশ নির্বাচন কমিশনের। বিডিও অফিসে গিয়ে বিডিওর সামনে বসেই উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ হিরণের বিরুদ্ধে। হিরণকে বলতে শোনা যায়, ‘জেতার পরে কী ভাবে টাইট দিতে হয়… আপনাদের কথা দিলাম, যে ভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে, লাঠি ঝাঁটা নিয়ে এই সব লোককে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিও-দেরকে ঢুকতে দেবেন না। আগামী ২ মাস আটকে রাখুন। জেতবার পরে আমরা সব বুঝে নেব।’হিরণ আরও বলেন, ‘অবৈধ কাজগুলিতে বিডিও, এসডিওরা প্ররোচনা দিচ্ছে। কারণ তাঁদের দীপক অধিকারীকে ৩০ শতাংশ কাটমানি দিতে হয়।’ ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি এই সময় ডিজিটাল।হিরণের এই ধরণের মন্তব্যেক ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনায় হিরণের কড়া সমালোচনায় নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বিষয়টি কমিশনের কানে যেতেই হিরণকে শোকজ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর জবাবও তলব করা হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে গত ২৪ তারিখও কার্যত এই ধরনের মন্তব্য়ই করতে দেখা যায় হিরনকে। সেই দিনও লাঠি ঝাঁটা নিয়ে মহিলাদের পুলিশকে আটকানোর বার্তা দিয়েছিলেন দিয়েছিলেন হিরণ। যে কারণে হিরণের সেই মন্তব্যকে ঘিরেও ছড়ায় বিতর্ক।

এদিকে ‘কুকথা’র জন্য শোকজের মুখে পড়তে হয় বিজেপির অপর এক প্রার্থী দিলীপ ঘোষকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে যে মন্তব্য দিলীপ করেন তার জন্য তাঁকে বিজেপি এবং নির্বাচন কমিশন, উভয়ের তরফেই শোকজ করা হয়। শোকজ করা হয়েছে দিলীপ ঘোষকে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এক চিঠিতে শোকজ করা হয় তাঁকে। বিজেরপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার কথা উল্লেখ করে চিঠি দিয়ে দিলীপ ঘোষকে শোকজ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সেই চিঠিতে লেখা হয়েছে, ‘আপনার (দিলীপ ঘোষ) বক্তব্য বিজেপির আদর্শের বিরোধী। দল এই বক্তব্যে নিন্দা করছে।’ এই ধরনের অবমাননাকর বক্তব্য নিয়ে ব্যাখা চেয়েছেন জগৎ প্রকাশ নাড্ডা। সেই সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে যে বিজেপি দিলীপের এই বক্তব্যের নিন্দা করছে। যদিও কেন এই ধরনের মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশও করেছেন দিলীপ ঘোষ। এখন দেখার কমিশনের শোকজের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেন হিরণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *