সূত্রের খবর, এদিন সকাল ১১টা নাগাদ ঘটে ঘটনাটি। উড়ে যাওয়ার আগেই দু’টি বিমানের ডানার মধ্যে সংঘর্ষ হয়। সেই সময় দু’টি বিমানই যাত্রী বোঝাই ছিল। একটি বিমান যাচ্ছিল কলকাতা থেকে চেন্নাই। অপরটি যাচ্ছিল কলকাতা থেকে দারভাঙ্গা। সংঘর্ষের জেরে চেন্নাইগামী বিমানের উইং টিপ অর্থাৎ ডানার উপরের অংশের যন্ত্রাংশ ভেঙে পড়ে যায়। ইতিমধ্যেই DGCA-কে জানান হয়েছে গোটা বিষয়টি।
দুর্ঘটনায়, বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (DGCA) তরফে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের পাইলটদের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। তবে শুধু পাইলটদের বিরুদ্ধে নয়, ঘটনায় গ্রাউন্ড স্টাফদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সূত্রে আরও খবর, এদিন ইন্ডিগো বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন।তার মধ্যে চার জন শিশুও ছিল।
অন্যদিকে জানা যাচ্ছে, ইন্ডিগো উড়ানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ডিজিসিএ-তে। এই নিয়ে উড়ান সংস্থার তরফে জানান হয়েছে, দুর্ঘটনাটি কেন হল, কোনও গাফিলতি রয়েছে কি না, সেইসব দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রোটোকল মেনে সমস্ত প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষাও করা হবে বিমানটির।