লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে দুই অভিনেতার লড়াই। ওই কেন্দ্রে এবারেও দীপক অধিকারীকে (দেব) প্রার্থী করেছে তণমূল। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে অপর এক অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ)। এবার হিরণকে কড়া জবাব দিলেন দীপক অধিকারী। আজ এক সাংবাদিক বৈঠকে দেবের সাফ কথা, ‘ আমার সৌজন্য দুর্বলতা নয়, হিরণ বারবার যেভাবে আক্রমণ করছে, এত নীচে নেমে ঘাটালে ভোটে জেতা সম্ভব নয়!’
Source link
