Abhishek Banerjee : ৪ লাখের টার্গেটে পৌঁছতে ভোটারের মন পড়ার বার্তা – tmc leader abhishek banerjee held a meeting with party members in diamond harbour and falta assembly constituencies


এই সময়: এবারের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে চার লক্ষ ভোটের ব্যবধানে জয়ের টার্গেট ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যপূরণে লোকসভার অন্তর্গত বিধানসভাগুলির নেতা-কর্মীদের নিয়ে বৈঠক শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বুধবার ডায়মন্ড হারবার ও ফলতা বিধানসভার তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি।তৃণমূল সূত্রের খবর, বৈঠকে অভিষেক দুই কেন্দ্রের ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে যেখানে বুথ-স্তরে খামতি রয়েছে, তা দূর করার নির্দেশ দেন। যেখানে প্রত্যাশিত ফল হয়নি, সেখানে জনসংযোগে আরও জোর দেওয়ার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পগুলির পাশাপাশি অভিষেক নিজের উদ্যোগেও ডায়মন্ড হারবারে গত দশ বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করেছেন। একে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে তৃণমূল নেতৃত্ব মনে করেন।

উন্নয়নের এই কর্মসূচি সত্ত্বেও যদি কোনও অঞ্চলে কিছু মানুষ শাসকদলের প্রতি পুরোপুরি সন্তুষ্ট না হন, তা হলে সেই অঞ্চলের নেতা-কর্মীদের কাজে কোনও ঘাটতি রয়েছে বলে অভিষেক বৈঠকে মন্তব্য করেছেন। সূত্রের খবর, ঘাটতি পূরণে তাঁর বার্তা, ‘এলাকার মানুষ কী চাইছেন, তা নোট-ডাউন করুন। মানুষের মনের কথা বুঝতে হবে।মানুষের চাহিদাকে প্রাধান্য দিতে হবে।’ ব্রিগেডে ১০ মার্চ ‘জনগর্জন সভা’য় তৃণমূলের প্রার্থী-তালিকা ঘোষিত হলেও বিজেপি, বাম-কংগ্রেস ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী ঘোষণা করেনি। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান বলে একাধিক বার হুঙ্কার দিলেও আইএসএফ-ও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি।

Diamond Harbour Lok Sabha: জীবনে প্রথম ভোটযুদ্ধে প্রতিপক্ষ অভিষেক, ডায়মন্ড হারবারে প্রার্থী রামকুমার, বললেন…

বিরোধী কারা প্রার্থী হবেন, তা নিয়ে অবশ্য তৃণমূল নেতৃত্ব ভাবতে নারাজ। ডায়মন্ড হারবার-সহ রাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে, তাকেই মূল ফোকাস করে নির্বাচনী প্রচার চালাতে চাইছেন তাঁরা। করোনার সময়ে ডায়মন্ড হারবারে অতিমারীর মোকাবিলায় যে পদক্ষেপ করা হয়েছে, মানুষের হাতে বার্ধক্য ভাতা তুলে দিতে যে উদ্যোগ হয়েছে, পানীয় জলের নতুন যে পরিকাঠামো তৈরি হয়েছে—এই বিষয়গুলিকেই প্রচারের সামনের সারিতে রাখতে পরামর্শ দিয়েছেন অভিষেক।

কেন্দ্রের বিজেপি সরকার যে বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে, তা-ও সমান গুরুত্ব দিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন। অভিষেকের এই বৈঠকের পর ক্যানিং পূর্বের তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দশ বছরে পাঁচ হাজার কোটি টাকার উন্নয়নের কাজ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে এই উন্নয়নের কথা মানুষের সামনে আমরা তুলে ধরব।’

এর পরেও যদি আসন্ন নির্বাচনে কোনও ওয়ার্ডে অথবা বুথে জোড়াফুলের প্রত্যাশিত ফল না হয়, তা হলে সেই অঞ্চলের তৃণমূলের নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিষেক। আজ, বৃহস্পতিবার ও কাল, শুক্রবার বাকি আরও কয়েকটি বিধানসভা এলাকার নেতা-কর্মীদের নিয়ে তিনি বৈঠক করবেন। ডায়মন্ড হারবারে কর্মিসভা-পর্ব শেষ হলে রাজ্যের অন্য লোকসভাগুলিতে ফের প্রচারে যেতে পারেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *