CV Ananda Bose : আর্থিক দুর্নীতির যথাযথ ব্যবস্থার আশ্বাস বোসের – governor cv ananda bose says appropriate action will be taken against allegations of financial corruption


এই সময়, আসানসোল ও বর্ধমান: আর্থিক দুর্নীতির অভিযোগের যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য। সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পুরো বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে। যথা সময়ে সঠিক এবং যথাযথ পদক্ষেপ করা হবে।’এদিকে এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি কাণ্ডে ধৃত সুব্রত দাসকে আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালে বিচারক তা খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আদালতে হাজির ছিলেন সিআইডির তদন্তকারী অফিসারও। সিআইডির হাতে এদিন একটি চিঠিও তুলে দেওয়া হয়।

ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন এই দুর্নীতিতে জড়িয়ে বলে উল্লেখ করেছেন সুব্রত। তাঁর আইনজীবী কমল দত্ত বলেন, ‘আমরা আদালতে বহু তথ্য জানিয়েছি। আমি ফের বলছি, সিবিআই বা ইডির হাতে এ কেসের তদন্তভার দেওয়া না হলে অপরাধীদের ধরা সম্ভব নয়। এর শিকড় অনেক গভীরে।’

অন্য দিকে, সিআইডি তদন্ত সম্পর্কে কিছু জানা নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য গৌতম চন্দ্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতির তদন্তভার যে সিআইডির হাতে দেওয়া হয়েছে তা বুধবার অবধি আমাদের কেউ জানায়নি। রেজিস্ট্রার জানেন কিনা জানি না। জানলে উনি নিশ্চয়ই আমাকে জানাতেন।’

C. V. Ananda Bose : রাজ্যপালকে কালো পতাকা, ‘গো ব্যাক’ স্লোগান ছাত্রদের

রেজিস্ট্রার সুজিত চৌধুরী বলেন, ‘মেল বা চিঠিতে আমাকে কেউ জানায়নি। সবটাই সংবাদমাধ্যমে জেনেছি। সিআইডি হয়তো পরে জানাবে।’ এদিকে আর্থিক দুর্নীতির তদন্তে গঠিত ১০ সদস্যের কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘অনেক বড় বিষয়। ফলে একটু সময় লাগছে। আমরা বহু তথ্য পেয়েছি। এখনও কাগজ জোগাড় করতে হচ্ছে। সন্দেহভাজনদের সাপোর্টে প্রচুর কাগজপত্র জোগাড় করতে হচ্ছে। ফলে একটু সময় লাগছে। তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা করার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *