Rekha Patra Sandeshkhali,ঘরে ৩ নাতি-নাতনি, সংসারের জোয়াল কাঁধে তুলে বউমাকে বসিরহাট জয় করতে পাঠালেন শাশুড়ি – basirhat bjp candidate rekha patra mother in law says she will take care of home now


সুকৃতি ভট্টাচার্য| এই সময় ডিজিটাল

‘ও প্রচার সামলাক, ঘর আমি দেখছি’
কথাগুলো বলছিলেন এক প্রবীণা। পরনে সুতির ছাপা। হাতে শাঁখা-পলা। ‘নারীবাদ’ নিয়ে মাথা না ঘামানো গ্রাম্য মহিলা ঝরঝরে গলায় শুধু জানালেন বউমার পাশে আছেন তিনি।’শক্তি স্বরূপা’-বসিরহাটের BJP প্রার্থীকে উদ্দেশ করে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগে পর্যন্ত তিনি ছিলেন গ্রামের নিম্নবিত্ত পরিবারের বধূ। রাতারাতি রাজনৈতিক ময়দানে তাঁর উত্থান। হেঁশেল সামলানো রেখা পাত্র আপাতত সামলাবেন লোকসভার প্রচার। বসিরহাটে পদ্ম শিবিরের ব্যাটন তাঁর হাতে। বউমা যখন বাইরে ‘পরীক্ষা’ দিচ্ছেন, সেই সময় ঘর সামলাচ্ছেন শাশুড়ি অনুপমা পাত্র। সিরিয়াল সুবাদে ‘শাশুড়ি vs বউমা’ খণ্ডযুদ্ধ-হালকা মনকষাকষি চোখে ভাষে অনেকেরই। কিন্তু, সন্দেশখালির মাটির দাওয়ায় বসে রেখার তিন বছরের মেয়ে কনককে সামলাতে সামলাতে অনুপমা বললেন, ‘ও প্রচার দেখুক। এখানে আমি রয়েছি।’

লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে BJP-র বাজি সন্দেশখালির রেখা পাত্র। সাধারণ গৃহবধূর উপরেই আজ নজর বঙ্গ রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রচার সারার পর অসুস্থ হয়ে পড়েন রেখা। এদিকে বউমার চিন্তায় উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা। সামনেই ভোট যুদ্ধ। কঠিন লড়াই। রেখা সুস্থ থাকুন এবং প্রচার চালিয়ে যান, চাইছে তাঁর পরিবার।

পড়াশোনা বেশিদূর করা হয়নি। বিয়ে হয়ে যায় রেখার। স্বামী সন্দীপ পাত্র এবং তিন সন্তানকে নিয়ে সংসার। রেখা তিন সন্তানের মা। বড় মেয়ে সুষমার বয়স ১২, ৭ বছরের করবী মেজ এবং ছোট কন্য়া বছর তিনেকের কণক। অভাবের সংসার রেখার। তামিলনাডুতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাঁর স্বামী। শ্বশুর একসময় সন্দেশখালি থানায় হোমগার্ডের কাজ করতেন।

মাটির বাড়ির দাওয়ায় বসে ছোট্ট সন্তান সামলাতে সামলাতে রেখার শাশুড়ি অনুপমা বলেন, ‘বউমা বিজেপির প্রার্থী হয়েছে। শুভেন্দু অধিকারী আমাদের বাড়িতে এসেছিলেন। আমার সঙ্গে অবশ্য কোনও কথা হয়নি। বউমা আপাতত প্রচার করছেন। আমি ঘরটা সামলাচ্ছি।’

প্রচারের প্রথম দিনেই বিপত্তি! আচমকাই অসুস্থ সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা

রেখার মেজ জা সাগরি পাত্র বলেন, ‘শুনেছি ও অসুস্থ। কালকে শুনলাম। বাড়ি থেকে বেরিয়ে প্রচারে গিয়েছিল। এখন কোথায় রয়েছে আমরা ঠিক জানি না। এখন তো প্রচুর লোকজনের চাপ। ও খুব ব্যস্ত। আমরা কথা বলার সুযোগও পাইনি। আমাদের শুধু শুনেছি ও হাসপাতালে ভর্তি।’ একফালি মাটির বাড়িতে আচমকাই সমস্ত লাইমলাইট। এত প্রচারে অভ্যস্ত নয় পাত্র পরিবার। কিন্তু, বউমার রাজনৈতিক লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *