Trinamool Congress News : প্রসূনের বিরুদ্ধে BJP প্রার্থীর দাবি ‘মিথ্যা’, খগেনকে নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের – tmc approached to election commission against malda uttar bjp candidate khagen murmu


মালদা জেলায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সেই অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করল তৃণমূল কংগ্রেস। জেলার প্রশাসনিক কর্তাদের টেনে প্রার্থীর বিরুদ্ধে ভুল অভিযোগ করার কারণে এবার খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস।কী অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী? মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে আজ, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। খগেন দাবি করেছিলেন, মালদা জেলার ১০ জন প্রশাসনিক কর্তার সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই দশজন প্রশাসনিক কর্তার মধ্যে রয়েছেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সহ জেলার অন্যান্য পুলিশ কর্তারা।

খগেন মুর্মু দাবি করেন, লোকসভা নির্বাচনের মুখে যখন প্রচার চলছে, তখন জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে কেন বৈঠক করা হচ্ছে। নির্বাচন আদৌ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে না বলে দাবি করেছিলেন তিনি। তবে খগেন মুর্মুর এই দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এরকম ধরনের কোনও বৈঠক মালদার তৃণমূল কংগ্রেস তরফে করা হয়নি বলে দাবি করেছে রাজ্যের শাসক দল।

তৃণমূলের বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে এরকম ‘মিথ্যা প্রচার’ করা হচ্ছে। পাশাপাশি, জেলার পুলিশ প্রশাসনের সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে। সেই কারণে এবার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। মালদা উত্তরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেব্যাপারে আর্জি জানানো হয়েছে।

গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবি, মালদায় রাজনৈতিক দলগুলিকে খোলা চিঠি
উল্লেখ্য, মালদা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেও একজন আইপিএস অফিসার ছিলেন। রাজ্য পুলিশের পদ ছেড়ে দেন লোকসভা নির্বাচনের আগেই। তাঁকেই এবার মালদা উত্তর কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে মনোনীত করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তর কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার কি পালাবদল ঘটবে? সে উত্তর সময়ই দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *