বৃহস্পতিবারই পাহাড়ে রাজনীতির চিত্রটা অনেকটাই বদলে যায় অজয় এডওয়ার্ড ইন্ডিয়া জোটে অংশগ্রহণ করার পর। সেক্ষেত্রে, কংগ্রেস তাঁকে প্রার্থী না করলেও নির্দল হিসেবে লড়তে পারেন হামরো পার্টি অজয় এডওয়ার্ড। কংগ্রেসের তরফেও প্রার্থী দাঁড় করানো হচ্ছে। স্বভাবতই, বিজেপির সহযোগী দলগুলির জোট অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে মনে করছেন অনেকেই।
দিল্লি থেকে দার্জিলিঙে ফিরেছেন বিমল গুরুং। লোকসভা ভোটে তাঁদের সমর্থন কার প্রতি থাকছে তা নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর। গত লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল বিমল গুরুং ও তাঁর দল। যদিও গত পাঁচ বছরে পাহাড়ের রাজনীতিতে অনেক পরিবর্তন হয়েছে। অনীত থাপার বিজিপিএম যেভাবে জিটিএ ভোট ও পঞ্চায়েত ভোটে জয়লাভ করেছে তাতে গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাব কতোটা থাকবে এ নিয়েও সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা।
এসবের মাঝেই বৃহস্পতিবারই মনোনয়ন জমা করেছেন দার্জিলিঙের তৃণমূল প্রার্থী গোপাল লামা। দার্জিলিঙে মনোনয়নের আগে মিছিল করা হয়। যদিও সেই মিছিলে তৃণমূলের পতাকা দেখা যায়নি। বিজিপিএমের পতাকা মিছিলে দেখা যায় গোপাল লামাকে। যদিও বৃহস্পতিবার দার্জিলিঙে তৃণমূলের জেলা নেতৃত্বদেরও দেখা গিয়েছে। বিজিপিএম সমর্থিত প্রার্থীকেই এবার দার্জিলিং থেকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন আমলার কাঁধে ভর করে এবার দার্জিলিং আসনটি ছিনিয়ে আনতে তৎপর রাজ্যের শাসক দল।
