Kolkata Airport : লেজ়ার আলোয় আবার বিপত্তি বিমান অবতরণে – again complaint about dangerous laser light at kolkata airport


এই সময়: এক মাসের মধ্যে দু’বার। ২ মার্চের পর ফের ২৮ মার্চ। বিপজ্জনক লেজ়ার আলো নিয়ে ফের অভিযোগ উঠল কলকাতা বিমানবন্দরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান অবতরণের সময়ে পাইলটদের বিপদে ফেলল লেজ়ার আলো। বৃহস্পতিবার নিউ টাউনের দিক থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করার সময়ে তীব্র লেজ়ার রশ্মি গিয়ে পড়ে বিমানের ককপিটে।পাইলেটের চোখ ধাঁধিয়ে যায়। অভিযোগ, আগরতলা থেকে কলকাতায় আসছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান (এআই ৭৪৬)। রাত সওয়া আটটা নাগাদ অবতরণের সময়ে লেজ়ার আলোয় অসুবিধায় পড়েন বিমানের পাইলট। বিমানবন্দর সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগরতলা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি আসছিল কলকাতায়।

অবতরণের কয়েক মিনিট আগে নিউ টাউনের দিক থেকে আসা অতি তীব্র লেজ়ার আলোয় ভরে যায় বিমানের ককপিট। চোখ ধাঁধিয়ে যায় পাইলট, কো-পাইলটের। সে সময়ে বিমানটিতে ১৪৬ জন যাত্রী ও ৬ জন কেবিন-ক্রু ছিলেন। পাইলটের অভিযোগ, মনোযোগে ব্যাঘাত ও দৃষ্টিবিভ্রমের জন্য বড়সড় বিপদ হতে পারত। যদিও দক্ষতার সঙ্গে সফল ভাবে বিমান অবতরণ করান পাইলটরা।

এর পর পাইলট বিমানবন্দরের সিকিউরিটি অপারেশনাল কন্ট্রোল সেন্টারে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। লাগাতার এমন ঘটনায় উদ্বিগ্ন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Kolkata Airport : কলকাতা এয়ারপোর্টে দুই বিমানের ডানায় সংঘর্ষ, ভেঙে পড়ল একাংশ

এ ব্যাপারে স্থানীয় পুরসভা, বিধাননগর সিটি পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ কমিশনার, পুরনিগমের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কয়েক দিন আগে রাজ্য প্রশাসনকেও চিঠি দেন তাঁরা। অভিযোগ, এর পরেও সমস্যা সেই তিমিরেই রয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *