Kolkata Metro,দিনভর স্পিড টেস্ট, বড় পরীক্ষায় পাশ রুবি-বেলেঘাটা মেট্রোর? – kolkata metro rail ccrs inspection between hemanta mukhopadhyay and beleghata metro station


সম্প্রতি কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) সেকশনে চালু হয়েছে মেট্রো পরিষেবা। এবার সেই লাইনেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ পরিদর্শন করলেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার। শুক্রবার ট্রলি পরিদর্শন করেন চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনক কুমার গর্গ। কারণ এই অংশে মেট্রো চালচল শুরু করার জন্য সিসিআরএস-এর অনুমোদন অবশ্যই প্রয়োজন। বর্তমানে কবি সুভাষ – এয়ারপোর্ট করিডোরে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চলাচল করছে মেট্রো।ইতিমধ্যেই বেলেঘাটা, বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক এবং ভিআইপি বাজার স্টেশনের এন্ট্রি এবং এক্সিট গেট, এএফসি-পিসি গেট, টিকিট সিস্টেম, এসকেলেটর, লিফট, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন এবং সাপ্রেশন সিস্টেম, অন্যান্য যাত্রী সুবিধা, স্টেশন কন্ট্রোল রুম, ইলেক্ট্রনিক ইন্টারলকিং (EI) সিস্টেম, সিগন্যাল ইকুইপমেন্ট রুম ও বুকিং কাউন্টার পরিদর্শন করেছেন। এছাড়া মেট্রো রেলওয়ে এবং রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকও করেছেন তিনি।

শুক্রবার সকালে বেলেঘাটা মেট্রো স্টেশন থেকে পরিদর্শন শুরু করেন জনক কুমার গর্গ। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অংশে ট্রলি পরিদর্শন করেন তিনি। সেই সময় ট্র্যাক, পয়েন্ট, ভায়াডাক্ট, গার্ডার, র‌্যাম্প সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। এদিন হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশন এবং ফিরতি পথে স্পিড টেস্টও করা হয় তাঁর উপস্থিতিতে। এদিনে পরিদর্শনের সময় মেট্রো রেলের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন জনক কুমার গর্গ।

এর আগে বৃহস্পতিবার নবনির্মিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পরির্শদন করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এদিন নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট লাইনে ট্রলিতে পরিদর্শন করেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। পরিদর্শনের সময় এন্ট্রি ও এক্সিট গেটস, এএফসি-পিসি গেটস, টিকিট সিস্টেম, এস্কেলেটর, লিফট, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম সহ যাত্রী পরিষেবার অন্যান্য দিকগুলিও খতিয়ে দেখেন তিনি। এছাড়া স্টেশনের কন্ট্রোল রুম, ইলেক্ট্রনিক ইন্টারলকিং (EI) সিস্টেমের সঙ্গে যাত্রী বিনিময় ব্যবস্থাও পরিদর্শন করেন জনক কুমার গর্গ। এছাড়া দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে সিগন্যাল ইকুইপমেন্ট রুম, বুকিং কাউন্টারগুলিয়ে খুঁটিয়ে পরিদর্শন দেখেন সিসিআরএস। একইসঙ্গে এদিন নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এবং ফিরতি পথে স্পিড ট্রায়ালও হয়। সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিতে করা হয় স্পিড ট্রায়াল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *