Trinamool Leader,স্কুটি সমেত খাদানের গর্তে পুঁতে দেওয়া তৃণমূল নেতার দেহ উদ্ধার – trinamool leader body recovered from stone quarry of mohammad bazar police station


এই সময়, সিউড়ি: সাত দিন নিখোঁজ থাকার পরে পাথর খাদান থেকে উদ্ধার হলো তৃণমূল নেতার দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় পাথর কাটার মেশিন দিয়ে প্রায় ৫০ ফুট খুঁড়ে মহম্মদ বাজার থানার পাঁচামির সালডাঙ্গার খাদান থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা কমিটির সদস্য সালাউদ্দিন খান (৪৮) -এর দেহ উদ্ধার করে পুলিশ। দেহের পাশ থেকে উদ্ধার হয় তাঁর স্কুটিও।ব্যবসায়িক লেনদেনের জেরে তাঁকে খুন করে দেহ লোপাটের অভিযোগ আগেই করেছিল পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খাদান মালিক তারক টুডুকে আটক করে মহম্মদ বাজার থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করে ঘটনার কিনারা করতে তদন্তকারীরা চেষ্টা চালালেও কোনও ক্লু মেলেনি।

কয়েক দিন ধরে ধৃতের পাথর খাদানে জেসিবি নামিয়ে তল্লাশি চালানোর পরে এদিন সন্ধ্যায় প্রায় ৫০ ফুট মাটির নীচে স্কুটি সমেত সালাউদ্দিনের দেহ উদ্ধার হয়। পরিবার তাঁকে শনাক্ত করে। গত বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোন এলে সিউড়ির লালকুঠিপাড়ার বাড়ি থেকে বের হন সালাউদ্দিন খান। প্রায় দশ কিলোমিটার স্কুটি চালিয়ে পাঁচামির সালডাঙ্গায় অভিযুক্তের খাদানে পৌঁছন বলে অনুমান পুলিশের।

এরপরেই নিখোঁজ হন তিনি। সম্ভবত ব্যবসায়িক কারণে গন্ডগোলের জেরে খুন করা হয় তাঁকে। পরে দেহ লোপাট করতে ৫০ ফুট গভীরে তাঁকে পুঁতে দেওয়া হয়। পরিবার সূত্রে খবর, রাজনীতি ছাড়াও খাদান ব্যবসা ও জমি কেনাবেচার কাজে যুক্ত ছিলেন সালাউদ্দিন। এদিন ধৃত তারক টুডুকে সিউড়ি আদালতে তোল হলে ১০ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত।

বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, ‘নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। আগেই এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’ নিখোঁজ নেতা সালাউদ্দিনের আত্মীয় সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি খান বলেন, ‘এক সপ্তাহ ধরে কোনও খোঁজ পাচ্ছিলাম না আমরা। তারক টুডুর সঙ্গে ওঁর ব্যবসায়িক লেনদেন ছিল। আমাদের অনুমানই ঠিক, ও দাদাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। দেহ খুঁজতে ওর খাদানে জেসিবি নামিয়ে কয়েক দিন ধরে মাটি-পাথর খোঁড়া হচ্ছিল। ৫০ ফুট গর্তের নীচ থেকে স্কুটি সমেত দাদার দেহ উদ্ধার হয়েছে। ওর ফাঁসি চাই আমরা।’

West Bengal News : রঙের উৎসবেও বিষাদ! স্নান করতে নেমে তলিয়ে গিয়ে রাজ্যে মৃত ৪, নিখোঁজ ৩

গত বৃহস্পতিবার রাতে সিউড়ির লালকুঠিপাড়ার বাসিন্দা সালাউদ্দিন খানের মোবাইলে ফোন এলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে না ফেরায় তাঁকে বার বার ফোন করা হলেও উত্তর মেলেনি। পরের দিন আত্মীয়দের বাড়িতে খোঁজাখুজিঁ করে সন্ধান মেলেনি।

খাদান মালিক তারক টুডুও সবকিছু অস্বীকার করে। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে পরিবার। জেরায় অসংলগ্ন কথাবার্তা বলায় পাথর খাদানের শ্রমিকদের দিয়ে মাটি-পাথর খোঁড়া শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *