জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যের আরও ২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের বিপক্ষে প্রার্থী করা হল ডা প্রণত টুডুকে। অন্যদিকে, বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে দাঁড় করানো হল প্রাক্তন পুলিসকর্তা দেবাশিস ধরকে।
আরও পড়ুন-রেকর্ড বাড়ল দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের পরিমাণ, লাফিয়ে বাড়ল সোনার পরিমাণও
রাজ্যের অধিকাংশ কেন্দ্রে প্রার্থী দিলেও মোট ৪ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করে রেখেছিল বিজেপি। সেগুলি হল ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল ও ডায়মন্ডহারবার। ঝাড়গ্রাম ও বীরভূমে প্রার্থী ঘোষণার পর বাকী রইল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে প্রার্থী ঘোষণা। একেবারে প্রথম দফায় আসানসোলে পবন সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও বেঁকে বসেন পবন। ফলে ওই আসনটি এখনও খালি রয়েছে।
সবিস্তারে আসছে……
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)