Drugs Smuggling : ক্যুরিয়ারে মাদক পাচার, জালে রেলকর্মী! – indian railway stuff arrested for allegedly involved in drugs smuggling


বেশ কয়েক বছর ধরে ক্যুরিয়ারের মাধ্যমে মাদকদ্রব্য পাচার চক্র সক্রিয় উঠেছিল এ রাজ্যে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে পার্সেলে ভরে ক্যুরিয়ারে মাদক পাঠানো হত। গোপন সূত্রে খবর পেয়ে, গত বৃহস্পতিবার রানাঘাট রেল স্টেশন সৼ৾ংলগ্ন এলাকা থেকে প্রায় ৯০ লাখের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি এসটিএফ-এর।এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাজু মণ্ডল নামে এক যুবককে। রেলের গ্রুপ-ডি স্টাফ বলে জানা যাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, এই চক্রে আরও অনেকেই রয়েছেন। আর কোনও রেলকর্মী মাদকপাচারে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এসটিএফ সূত্রে খবর, রানাঘাট থানা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার বাসিন্দা ওই যুবক দীর্ঘদিন ধরেই মাদক পাচারে যুক্ত বলে অভিযোগ। ক্যুরিয়ার সৼ৾ংস্থার যে পার্সেলগুলি ট্রেনে করে আসত, তার মধ্যে মাদক ভরে পাঠানো হতো।

রাজুকে জিজ্ঞাসাবাদের পর, প্রায় ৯ কেজির গাঁজা উদ্ধার করেছেন তদন্তকারী অফিসারেরা। যা আন্তর্জাতিক চোরাই বাজারে প্রায় ৯০ লাখ টাকার আশপাশে। রাজুকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে ভারতীয় রেলের গ্রুপ-ডি স্টাফ, নৈহাটিতে কর্মরত। অভিযোগ, ট্রেনে করে পার্সল আসার পর, রাজু সেগুলি আবার স্কুটিতে করে নির্দিষ্ট এজেন্টদের হাতে তা তুলে দিত।

নদিয়া জেলায় পার্সেলের মাধ্যমে মাদক পাচারের বিষয়টি নতুন নয়। কয়েক বছর আগেই নদিয়ার পলাশি পোস্ট অফিসে একটি রহস্যজনক পার্সেল আসে। মণিপুরের সেনাপতি জেলা থেকে ডাক-মাধ্যমে নদিয়ায় পাঠানো হয়েছিল। নামে ওই পার্সেল, তাঁকে পোস্ট অফিসে তলব করা হয়। সেই সময় কাছেই ওঁত পেতে ছিল এসটিএফ। তবে যাঁর নামে ওই পার্সেল, তিনি নিজে না এসে আব্বাস মণ্ডল নামে এক ব্যক্তিকে পাঠান ডাকঘরে। আব্বাসকে গ্রেফতার করেছে এসটিএফ। এসটিফ সূত্রে জানা যায়, নদিয়ার পলাশি, বড় নলদাহ, ছোট নলদাহ, চাঁদঘর এবং বাউর এলাকায় মাদক চোরাচালানকারীরা সক্রিয় হয়ে উঠেছে এরকম একাধিক চক্র। নিত্য নতুন কায়দায় চলছে মাদক পাচার।

প্রাচীন সম্পদ পাচার চক্রের খোঁজ, আরামবাগে ধৃত ৯
মাদক পাচার চক্রের রমরমা দেখা গিয়েছে গোটা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলিতে। অন্তঃরাজ্য পাচার চক্র রুখতে তৎপর পুলিশও। তার মাঝেই বিভিন্ন কৌশলে মাদক পাচারের উদাহরণ উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে। কিছুদিন আগেই হাওড়া স্টেশন থেকে দুজনকে হাতেনাতে ধরে গ্রেফতার করা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *