Kolkata Metro Rail: অসহযোগিতার অভিযোগ! নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটেও কেন্দ্র-রাজ্য সংঘাত


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহ। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ রেলের। প্রশ্নের মুখে রুবি-মেট্রোপলিটন মেট্রো পরিষেবা চালুর প্রকল্প। শুক্রবারই এই রুট পরিদর্শন করেন রেলের সেফটি কমিশনার। আর তারপরই রেলের অভিযোগ, বেলেঘাটা স্টেশনের পর ৯০ মিটার লাইন সম্প্রসারণ করা প্রয়োজন। তার জন্য বাইপাসে যান নিয়ন্ত্রণের প্রয়োজন। কিন্তু রাজ্যের সঙ্গে একাধিক দফায় আলোচনার পরও সুরাহা হয়নি বলে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের। 

আরও পড়ুন, Canning: বিবাহ বহির্ভূত সম্পর্কে স্বামী, কঠিন সিদ্ধান্ত অভিমানী স্ত্রীর!

শুধু তাই নয়, বেলেঘাটাতে স্টেশনে একটি ফুট ওভারব্রিজ বানাতে হবে যাত্রীদের সুরক্ষার জন্য। মেট্রোর দাবি, ৯০ মিটার সম্প্রসারণ করতেই এম বাইপাসে যে ট্রাফিক ব্লকের প্রয়োজন তা নিয়ে একাধিকবার রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে মেট্রোর। কিন্তু কোন সুরাহা হয়নি। তাই রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে প্রশ্নের মুখে রুবি থেকে মেট্রোপলিটন পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর বিষয়। 

এমনকী দুই পক্ষই এলাকা পরিদর্শনও করেছে কিন্তু রাজ্যের পক্ষ থেকে ওই অংশে কাজ এগনোর জন্য নো-অবজেকশন সার্টিফিকেট পাওয়া যায়নি।

আরও পড়ুন, Jalpaiguri: ভোটে কথা দেওয়ার সার! জলের পাইপে ইদুরের বাস রয়েই গেল…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *