Lok Sabha Election 2024: ভোটের প্রশিক্ষণের সঙ্গে পরীক্ষার দায়িত্ব, বিপাকে বহু শিক্ষক, সমাধান কোন পথে? – lok sabha election 2024 teachers are not happy with vote worker training date


দোরগোড়ায় লোকসভা ভোট। লোকসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু, এবার ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য যে দিন ধার্য করা হয়েছে তা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষকরা।এপ্রিলের প্রথম সপ্তাহে স্কুলগুলিতে রয়েছে পরীক্ষা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। লোকসভা নির্বাচনে ভোটকর্মীদের প্রথম পর্বে যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই জন্য ছয়, সাত এবং আট এপ্রিল নির্দিষ্ট করা হয়েছে।

এর মধ্যে আট এপ্রিল পড়েছে সোমবার। এই শিডিউল নিয়েই প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের কথায়, নির্বাচনে এখনও দুই মাস বাকি রয়েছে। সেক্ষেত্রে কেন এপ্রিলের প্রথম সপ্তাহে প্রশিক্ষণের দিনক্ষণ? পাশাপাশি স্কুলের পরীক্ষার বিষয়টিও এক্ষেত্রে মাথায় রাখতে হচ্ছে। স্কুলে পরীক্ষা নাকি প্রশিক্ষণ , তা নিয়ে দোলাচলে বহু শিক্ষক।

শিক্ষকদের একাংশের কথায়, ‘ অনেক আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু, ছুটির দিনে ট্রেনিং ফেলা হয়েছে। আর এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ শিক্ষক মহলের একাংশ।’ এই প্রশিক্ষণের সময়সূচি বদলের দাবি করেছেন শিক্ষকদের একাংশ। শুধু দক্ষিণ ২৪ পরগনা জেলা নয়, আরও বেশ কয়েকটি জেলায় প্রশিক্ষণের দিন হিসেবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহটিকে ধার্য করা হয়েছে। ফলে সেখানকার শিক্ষকরাও একইভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

দক্ষিণ ২৪ পরগনা জেলা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সদস্যরা এই প্রসঙ্গে সরব হয়েছেন। এই প্রশিক্ষণের দিনক্ষণ বদল করার জন্য আবেদন জানানো হয়েছে তাঁদের পক্ষ থেকে। যদিও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের কথায়, এই নির্বাচনী প্রশিক্ষণের দিনক্ষণ নিয়ে কমিশন অবগত। কমিশনের অনুমতি নিয়েই এই সময় ধার্য করা হয়েছে।

যদিও শিক্ষকদের একাংশের কথায়, এখনও ভোটে বহু সময় বাকি। অনেক আগে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা এবং ছুটির দিনগুলির বিষয় মাথায় রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করছি।

উল্লেখ্য, লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে বাংলায়। ১৯ এপ্রিল শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। প্রথম দিনে তিনটি কেন্দ্র-কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন।

Lok Sabha Election 2024 : ট্রেনিং নিয়েও চিঠি শো-কজ়ের, ক্ষোভ ভোটকর্মীদের মধ্যে

১ জুন শেষ দফায় নির্বাচন। এই দিন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, বারাসত, বসিরহাট, দমদমে। ইতিমধ্যেই ভোট প্রস্তুতি চলছে জোর কদমে। কিছু জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *