বিষয়টি নিয়ে চূড়ান্ত সমালোচনা করেন মহম্মদ সেলিম। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জোটের প্রার্থী মহম্মদ সেলিম এদিন প্রচারে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিরোধী দলনেতা সংবিধান পড়েনি বলেই একথা বলেছেন। সংবিধানের ৮৫ নম্বর ধারায় উল্লেখ আছে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব কেন্দ্র সরকারের। পরিযায়ী শ্রমিকদের তালিকা কেন্দ্রের কাছে থাকা উচিত।’ ফলত, তাঁদের বিষয়টি কেন্দ্র সরকার দেখবে।
বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সেলিম জানান, রাজ্যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। রাজ্যের বিজেপি নেতা সেই ব্যাপারে কী করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার কী করেছে? প্রশ্ন তোলেন তিনি।
জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে প্রচার। মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এবারের সিপিএম এবং কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে বেরিয়ে পড়েন তিনি। এদিনের প্রচার থেকেই ইলেক্টোরাল বন্ড নিয়ে বিজেপিকে একহাত নেন সেলিম। মহম্মদ সেলিম বলেন, ইলেকট্রোরাল বন্ড এখন সব থেকে বড় দুর্নীতি। কতবড় দুর্নীতি তা কেন্দ্রের অর্থমন্ত্রীর স্বামী বলে দিয়েছেন। বিজেপির দালালি করে যারা শিল্প গুজরাটে পাঠিয়েছে তাঁদের জবাব দিতে হবে। উল্লেখ্য, এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। তিনি গতবার এই কেন্দ্র থেকে প্রায় তিন লাখের কাছাকাছি ব্যবধানে জিতে এসেছিলেন। এবারেও তাঁর উপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস।