West Bengal Latest News,তরমুজ ভর্তি গাড়ির ভেতর লাখ লাখ টাকার গাঁজা! হাতে নাতে পাকড়াও পুলিশের – egra police found a car which was full with cannabis


লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই চারিদিকে চলছে নাকা চেকিং। সুরক্ষা ব্যবস্থায় যাতে সামান্যতম ফাঁকফোকর না থাকে সেই দিকে দেওয়া হয়েছে কড়া নজর। কিন্তু, নাকা চেকিংয়ের আড়ালে তরমুজ ভর্তি পিক আপ ভ্যানের মধ্যেই কয়ের লাখ টাকার গাঁজা উদ্ধারের ঘটনায় শোরগোল। এই দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে পুলিশের।পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তরমুজ ভর্তি একটি পিক আপ ভ্যানকে আটক করে। কিন্তু, তরমুজ তো শুধু চোখে ধুলো দেওয়ার জন্য। তরমুজের মধ্যে লুকিয়ে রাখা ছিল গাঁজা। ইতিমধ্যেই গাড়ি চালককে আটক করেছে এগরা থানার পুলিশ ।

এই বিষয়ে এগরার এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে। ৫১ টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এক কুইন্টাল দু’কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে। এর মূল্য আনুমানিক কয়েক লাখ টাকা, এমনটাই জানিয়েছেন এগরার এসডিপিও। এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে ঘটনায় অভিযুক্তকে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য ওডিশা থেকে এবং তা পূর্ব মেদিনীপুরের এগরার দিকে যাচ্ছিল।

সোলপাট্ট- এগরা রাজ্য সড়কের দোঁবাধি বাজারে গাড়িটিকে দেখে সন্দেশ হয় পুলিশের। এরপরেই তদন্তের স্বার্থে গাড়িটি চালককে আটক করা হয় এবং গাড়ির ভেতর থেকে কয়েক লাখ টাকার গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হন এগরার এসডিও মণজিৎ কুমার যাদব।

তিনি বিষয়টি খতিয়ে দেখেন। এগরা পুলিশ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, এটি তাঁদের বড় সাফল্য। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ভোটের মুখে চারিপাশে আঁটসাঁট সুরক্ষা ব্যবস্থা। জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। আর এই চেকিংয়ের সময়ই ধরা পড়ে তরমুজ সমেত গাড়িটি। এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Drugs Smuggling : ক্যুরিয়ারে মাদক পাচার, জালে রেলকর্মী!

পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে গাড়িটি কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল? সেই প্রশ্নের উত্তর খোঁজার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই গাড়ি চালককে আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা পাচার চক্রের নেপথ্যে কে রয়েছে? কোনও চক্র কি এর নেপথ্যে কাজ করছে? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *