Mamata Banerjee,‘আমি তৈরি করেছি…ভোটের পর দেখে নেব!’ INDIA জোট প্রসঙ্গে কী বললেন মমতা? – mamata banerjee clarified about trinamool congress position in india bloc alliance


রাজ্যে কংগ্রেস-সিপিএমের সঙ্গে এক রাস্তায় হাঁটেনি তৃণমূল কংগ্রেস। তবে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস রয়েছে, বিষয়টি স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটে থাকলেও এই রাজ্যে তৃণমূল ‘একাই লড়বে’ বার্তা তৃণমূল সুপ্রিমোর।রাজ্যে আসন সমঝোতা না হওয়ায় পর ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নিয়ে জলঘোলা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি। নামটাও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব। কিন্তু, বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে।’ ফলত, লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেস ‘একলা চলো’ নীতিতেই চলবে, সেটার ব্যাখ্যা দেন তিনি।

ঘটনাচক্রে, আজই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে। সেই প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিধি পাঠানোও হয়েছে। তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ সাগরিকা ঘোষ ওই সভায় যোগ দেন। সেই মঞ্চ থেকে ডেরেক বলেন, ‘তৃণমূল ইন্ডিয়া জোটের অংশ ছিল, আছে এবং থাকবে।’

বাংলায় সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে

মমতা বন্দ্যোপাধ্যায়

তবে রাজ্যে কেন সিপিএম, কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেস, সেই ব্যাপারে ব্যাখ্যা তুলে ধরেন মমতা। তিনি বলেন, ‘সিপিএম, বিজেপি, কংগ্রেস আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম-কংগ্রেস আর একটা যে লেজুড় পার্টি হয়েছে (আইএসএফ), তাদের ভোট দেওয়ার অর্থ বিজেপি-কে ভোট দেওয়া। আর বিজেপি-কে ভোট দিলে তো বিজেপি-কেই দেওয়া। তাই, লড়ছি আমরা একলা।’

যদিও, তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত না মেলালেও কংগ্রেস এবং বাম দলগুলোর মধ্যে এ রাজ্যে আসন সমঝোতা হয়েছে। বেশ কিছু আসনে দুই দলের যৌথ সম্মতিতে প্রার্থী দেওয়া হয়েছে। সেটি আদৌ কোনও ‘জোট’ নয় বলে দাবি মমতার। তাঁর কথায়, ‘শুনলাম সিপিএম-কংগ্রেস এখানে ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে বলছে। এখানে তো জোটই হয়নি! এখানে ঘোঁট হয়েছে।’ কটাক্ষ মমতার।

Mamata Banerjee News : ‘প্রার্থী দিতে পারে না…বড় রাজনৈতিক দল’, BJP-কে খোঁচা মমতার
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় এনে ইন্ডিয়া জোট তৈরি হয়। রাজ্যে প্রার্থী নিয়ে সমঝোতার জন্য গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কংগ্রেসকে ডেডলাইন দিয়েছিল তৃণমূল। যদিও, আসন নিয়ে রফা হয়নি দুই দলের মধ্যে। পাশাপাশি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর একের পর এক আক্রমণের জন্যেই এই সমঝোতা ফলপ্রসূ হয়নি বলে দাবি করা হয় তৃণমূলের তরফে। তবে লোকসভার মহারণে জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের পাশেই থাকবে বলে এদিন অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *