মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘আবার বলছে রাজমাতা। কোথা থেকে মাতা রাজ হল? এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। যাঁরা যাঁরা রাজা আছেন, তাঁরা গিয়ে রাজপ্রাসাদে থাকুন। সেখানে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ‘
‘প্রার্থী পাচ্ছে না BJP’, এই কটাক্ষ সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা এত বড় রাজনৈতিক দল, শুধু ED-CBI করে, আবাসের-১০০ দিনের টাকা দেয় না-খালি বড় বড় কথা বলে।’
এদিন মতুয়াদের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করেছে তাঁর সরকার, তা সামনে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বড়মা যখন বেঁচেছিলেন ১৫ বছর ধরে চিকিৎসা আমি করাতাম, মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি করেছি।’ পাশাপাশি CAA নিয়েও সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি বলেন, ‘২০১৯ সালে আইন পাশ হয়েছিল। ১ বছর আগে কেন করল না? কেন নির্বাচনের আগে তা ঘোষণা হল! ভুলেও ওখানে আবেদন করতে যাবেন না।’ BJP-কে ‘ভাঁওতাবাজির দল’ বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহুয়াকে জেতাবে মানুষ। আপনারা জয়ী করার পর ওকে তাড়িয়ে দিয়েছে। ওকে জেতালে যোগ্য জবাব দিতে পারবে। BJP-র যে মুখোশ রয়েছে তা টেনে ছিঁড়ে ফেলতে পারবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমরা কথা দিলে কথা রাখি। ওরা কথা দিয়ে ভোট মাপে। আর মোদীর গ্যারেন্টি মানে মিথ্যে কথার গ্যারেন্টি। ওরা জিরো, তৃণমূল কংগ্রেস হিরো। এটা মাথায় রাখবেন।’