Mamata Banerjee,’ইতিহাস ভুল গেলেন?’ মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশ ‘আঁতাত’ নিয়ে এবার সরব মমতা – mamata banerjee talks about maharaja krishnachandra alliance with british


BJP এবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী করেছেন রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে। এরপরেই মহারাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ব্রিটিশদের ‘সম্পর্ক’ নিয়ে সুর চড়িয়েছিল তৃণমূল। রবিবার ধুবুলিয়ার সভা থেকে এই নিয়ে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ‘ সিরাজউদ্দৌলাকে বাংলার লোক সমর্থন করে, মীরজাফরকে করে না। সিরাজউদ্দৌলা ভালো না খারাপ তা নিয়ে আমি আলোচনা করছি না। যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য, সেই নামটাকে নিয়ে এসে— মোদীবাবু আপনি কি ইতিহাস ভুল গেলেন?’

মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘আবার বলছে রাজমাতা। কোথা থেকে মাতা রাজ হল? এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা সবাই প্রজা কেউ রাজা নেই। যাঁরা যাঁরা রাজা আছেন, তাঁরা গিয়ে রাজপ্রাসাদে থাকুন। সেখানে গিয়ে জনগণের ধর্ম পালন করুন। মিথ্যার আশ্রয় নেবেন না। তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাব। আর তা করলে জায়গা পাবেন না, মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ‘

‘প্রার্থী পাচ্ছে না BJP’, এই কটাক্ষ সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা এত বড় রাজনৈতিক দল, শুধু ED-CBI করে, আবাসের-১০০ দিনের টাকা দেয় না-খালি বড় বড় কথা বলে।’

এদিন মতুয়াদের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করেছে তাঁর সরকার, তা সামনে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বড়মা যখন বেঁচেছিলেন ১৫ বছর ধরে চিকিৎসা আমি করাতাম, মতুয়াদের বিশ্ববিদ্যালয় আমি করেছি।’ পাশাপাশি CAA নিয়েও সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তিনি বলেন, ‘২০১৯ সালে আইন পাশ হয়েছিল। ১ বছর আগে কেন করল না? কেন নির্বাচনের আগে তা ঘোষণা হল! ভুলেও ওখানে আবেদন করতে যাবেন না।’ BJP-কে ‘ভাঁওতাবাজির দল’ বলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মহুয়াকে জেতাবে মানুষ। আপনারা জয়ী করার পর ওকে তাড়িয়ে দিয়েছে। ওকে জেতালে যোগ্য জবাব দিতে পারবে। BJP-র যে মুখোশ রয়েছে তা টেনে ছিঁড়ে ফেলতে পারবে।’

Mamata Banerjee News : মোদীর গ্যারান্টি জিরো, আমাদের গ্যারান্টি মানুষই হিরো: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমরা কথা দিলে কথা রাখি। ওরা কথা দিয়ে ভোট মাপে। আর মোদীর গ্যারেন্টি মানে মিথ্যে কথার গ্যারেন্টি। ওরা জিরো, তৃণমূল কংগ্রেস হিরো। এটা মাথায় রাখবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *