Udayan Guha : উদয়ন গুহের গাড়িতে হামলা, উত্তপ্ত কোচবিহার! অভিযোগের তির বিজেপির দিকে – udayan guha car has been attacked by some hooligans at coochbehar


উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ। হামলার কারণে তাঁর গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। ভোটের মুখেই ফের উত্তেজনা কোচবিহারে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।জানা গিয়েছে, দিনহাটা থেকে কোচবিহার যাওয়ার পথে মন্ত্রী উদয়ন গুহের কনভয়ে হামলা করা হয়। উদয়ন গুহর গাড়ির উপর হঠাৎ মাঝরাস্তায় হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে ঘুঘুমারি এলাকায়। ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছেন। তিনি যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে।

যে এলকায়া গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে, সেখানে বিজেপির একটি মিছিল ছিল। সেখান থেকেই আক্রমণ চালানো হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিশীথ প্রামাণিক জানিয়েছেন, এই ঘটনায় বিজেপির কোনও হাত নেই। কিছু গুন্ডা আক্রমণ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মন্ত্রীর কনভয়ে কারা হামলা চালালো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় উদয়ন গুহ নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছেন। তবে মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

উল্লেখ্য, মার্চ মাসেই উদয়ন গুহ এবং কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দিনহাটা এলাকার পাঁচমাথার কাছে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালনের অনুষ্ঠান ছিল। জানা যায়, সেই বাড়ির সামনে রাস্তা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় যাচ্ছিল। নিশীথ প্রামাণিকের অনুগামীরা অভিযোগ করেন, কনভয় ঘিরে ধরে আক্রমণ করেন তৃণমূলের কর্মীরা আক্রমণ চালায়। দুজনকে হাতাহাতি করতেও দেখা যায়।

উত্তরবঙ্গে টানা প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, কোচবিহারে একই দিনে মোদী-মমতা
অন্যদিকে, তৃণমূলের তরফে অভিযোগ ছিল, কনভয়ের গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে বলেও অভিযোগ ছিল। এই ঘটনার প্রতিবাদে পরের দিন বনধ ডাকা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এমনকি, এই আক্রমণের ঘটনা পরিকল্পনা করেই করা হয়েছে বলে দাবি করেন উদয়ন গুহ। লোকসভা নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *