West Bengal Rain,ভ্যাপসা গরমে ভোগান্তি কলকাতায়, উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস – temperature of kolkata may increase north bengal may witness rainfall


আচমকাই ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি। বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে রবিবারই সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল তিনটে নাগাদ আচমকাই ঝড় শুরু হয় জলপাইগুড়িতে। এদিন ঘণ্টায় কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে ঝড় হয় বলে সূত্রের খবর। প্রকৃতির রুদ্ররূপে আতঙ্কিত এলাকাবাসী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেমন থাকবে সোমবার রাজ্যের আবহাওয়া?সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত সামান্য কমলেও মঙ্গলবার তা বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি ও হালকা তুষারপাত হতে পারে। আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ, জানা গিয়েছে এমনটাই। সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। এপ্রিলের শুরুতেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শহর কলকাতায় গরম আরও বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে চলেছে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝড় ও বৃষ্টিপাত হতে পারে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আগামী দু’তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

জলপাইগুড়িতে আচমকা ঝড়ের তাণ্ডবের পর উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উল্লেখযোগ্যভাবে সোমবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। কিন্তু, মঙ্গলবার ফের একবার দুর্যোগের সম্ভাবনা। হতে পারে ঝড় এবং বৃষ্টিপাত।

কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

এদিন অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুষারপাত হতে পারে সিকিমেও। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *