‘প্রত্যেকটা জেলা থেকে প্রায় বিজেপি সাংসদরা….’ ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে অভিষেক Abhishek Banerjee reaches North Bengal


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘যারা রাজনীতি করছেন, আমি বলব মানুষের পাশে দাঁড়ানো আছে উচিত’। ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে এবার বিরোধীদের নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বললেন, ‘এই জেলাগুলি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। ২০১৯ সালে প্রত্যেকটা জেলা থেকে প্রায় বিজেপি সাংসদরা জিতেছিলেন। কিন্তু তাঁরা কোনদিন মানুষের পাশে দাঁড়াননি’।

ঘটনাটি ঠিক কী? চৈত্রের শেষে ভয়ঙ্কর কালবৈশাখী। লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এমনকী, কোচবিহারও। জলপাইগুড়িতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। আহত বহু। দুর্যোগ-পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কবে? গতকাল, রবিবার রাতে। জলপাইগুড়িতে কথা বলেছেন দুর্গতদের সঙ্গে।

আজ, সোমবার কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক। বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী চাইলে সকালবেলায় আসতে পারতেন। কিন্তু সকালবেলা এলে, যেহেতু অনেক মানুষ ভর্তি রয়েছে, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালগুলি উপর জেলার মানুষ স্বাস্থ্য় পরিষেবার জন্য় নির্ভর করে। সাধারণত মুখ্যমন্ত্রী বা রাজ্য়ের অন্য়ন্য় জনপ্রতিনিধিরা, তাঁরা যদি যায়, নিশ্চিতভাবে পরিষেবা ব্য়াহতের প্রক্রিয়া শুরু হয়। সেকারণে রাত্রিবেলায় কলকাতা থেকে বিমান নিয়ে এখানে পৌঁছে এবং সরাসরি সাড়ে ১২টা-১টার মধ্যে। যখন সবাই ঘুমিয়ে রয়েছে, তখন অতন্দ্র প্রহরীর মতো মানুষের  পাশে গিয়ে দাঁড়ানো। এই দৃষ্টান্ত ভারতবর্ষে অন্য কেউ স্থাপন করতে পারেন না, আমরা কোনওদিন দেখিনি’।

সবিস্তারে আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *