Fact Check : গার্ডেনরিচে মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম ধ্বনি? ভাইরাল ভিডিয়ো ভুয়ো, জানুন সত্যিটা – fact check mamata banerjee cm of west bengal garden reach video has been distorted


গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১২ জনের। ঘটনার জল ইতিমধ্যেই অনেক দূর গড়িয়েছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনি কারবারের যে রমরমা চলছিল তা স্পষ্ট এই ঘটনায়। পদক্ষেপ নিতেও দেরি করেনি পুরসভা। ব্যবস্থা নেওয়া হয়েছে পুরসভার আধিকারিকদের বিরুদ্ধেও। মাথায় চোট নিয়েই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার মধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী গার্ডেনরিচে যেতেই তাঁকে উদ্দেশ্যে করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। ভিডিয়োটির কি কোনও সত্যতা রয়েছে? খতিয়ে দেখল এই সময় ডিজিটাল।

কী ভাইরাল হয়েছে?

গার্ডেনরিচের ঘটনার পরের দিন অর্থাৎ ১৮ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন। তার কয়েকদিন আগেই মাথায় চোট পেয়েছিলেন তিনি।সেদিন মাথায় ব্যাণ্ডেজ নিয়েই তিনি গার্ডেনরিচে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিপ্রেক্ষিতে তার গার্ডেনরিচের দুর্ঘটনা স্থলে যাওয়ার ছবি-ভিডিয়ো ফেসবুকে শেয়ার করা হয়েছে। কিন্তু একটি ভিডিয়ো সোশ্যালে সাইটে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যাণ্ডেজ অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছবির উপর টেক্সট বসানো হয়েছে, ‘…জয় শ্রীরাম বলছে সব ‘। অনেকেই একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পিসি জয় শ্রীরাম’। আবার একটি ভিডিয়োয় মুখ্যমন্ত্রী হেঁটে যাওয়ার সময়ই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়।

mamata banerjee fact check

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

তথ্য অনুসন্ধান

যে ভিডিয়োটি ব্যবহার করে ভাইরাল করা হয়েছে তার সন্ধান মিলেছে। ফেসবুকে এক যুবতী ১৫ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করে সেখানে লিখেছিলেন, ‘সকাল সকাল বাড়ির সামনে পিসির দর্শন।’ ওই ভিডিয়ো নিয়ে পরে অডিয়ো যোগ করে ভাইরাল ভিডিয়োটি বানানো হয়েছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা একাধিক সংবাদ মাধ্যমও তা জানিয়েছে তাদের প্রতিবেদনে। ভালো করে ভিডিয়োটি দেখলেও তা কিন্তু বোঝা যাবে। যে ছবিগুলি সোশ্যাল সাইটে ভাইরাল তাও এই ভিডিয়ো থেকেই নেওয়া হয়েছে। মূল ভিডিয়োর কোথাও কোনও স্লোগান শোনা যায়নি। পরিবর্তে মুখ্যমন্ত্রীকে স্থানীয় কিছুজন নমস্কার জানিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতা থেকে সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত সাংবাদিকরাও কেউই জয় শ্রীরাম ধ্বনি সেদিন অন্তত শোনেননি। এ বিষয়ে আরও নিশ্চিত হতে এই সময় ডিজিটালের পক্ষ থেকে বরো চেয়ারম্যান রণজিৎ শীলের সঙ্গে। তিনি বলেন, ‘আমি নিজে ছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরকম কোনও ঘটনা ঘটেনি। এরকম ভিডিয়ো হলে তা অসত্য।’


সিদ্ধান্ত
এরপর আর বলার অপেক্ষা থাকে না, এই ছবি বা ভিডিয়োটি ভুয়ো। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আগে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়েছে কয়েকটি জায়গায়। তবে গার্ডেনরিচের পরিদর্শনের দিন এমন কোনও ঘটনাই ঘটেনি।

(This story was originally published by bangla.boomlive.in and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *