জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিল থেকেই তা লাগু হল। রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত হারে ভাতা পাবেন মহিলারা। ১ এপ্রিল নিয়মমাফিক ব্যাংক বন্ধ তাই ২ এপ্রিল থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতা পৌঁছবে ২ অথবা ৩ এপ্রিলের মধ্যেই। নবান্ন থেকেই তা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন, Abhishek Banerjee: ‘ প্রত্যেকটা জেলা থেকে প্রায় বিজেপি সাংসদরা….’ ঝড়ে বিধ্বস্ত উত্তরবঙ্গে অভিষেক
সোমবার থেকে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১২০০ টাকা করে পাবেন। আগে এই প্রকল্পে সাধারণ সম্প্রদায়ের মহিলারা ৫০০ টাকা ও তফসিলি জনজাতি সম্প্রদায়ের মহিলারা ১০০০ টাকা করে পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার।
লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত খাতের দরুন চলতি মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছি ল ১ হাজার ১৮৭ কোটি টাকা, তা একলাফে এপ্রিল মাসে হতে চলেছে ২ হাজার ২২৮ কোটি টাকা। বছরে এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ২৬ হাজার কোটি টাকারও বেশি ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)