আসানসোলে খনিতে ফের দুর্ঘটনা! মৃ্ত্যু ২ শ্রমিকের 2 die in a accident at Asansol coal mine


বাসুদেব চট্টোপাধ্যায়: ফের দুর্ঘটনা কয়লা খনিতে! মৃত্যু হল ২ ঠিকা শ্রমিকের। কীভাবে দুর্ঘটনা? তদন্ত কমিটি গঠন করল ECL কর্তৃপক্ষ। ঘটনাস্থল, সেই আসানসোল।

আরও পড়ুন:  Kalyani AIIMS: রাজ্য সরকারের বড় অফিসার! কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নামে ৭২ লাখের প্রতারণা…

ঘটনাটি ঠিক কী? এশিয়ার গভীরতম। আসানসোলের চিনাকুড়ি ২ নম্বর খনিতে নালার ডুলিটি বিকল হয়ে গিয়েছিল। এদিন সেই ডুলির যন্ত্রাংশ মেরামতি কাজ করছিলেন ৫ জন শ্রমিকরা। তখনই ডুলির দড়িতে ছিঁড়ে যায়! একজন প্রায় দু’হাজার ফুট নিচে পড়ে যান। অপর জন আটকে ছিলেন ডুলির ভিতরেই। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যিনি খাদে পড়ে গিয়েছিলেন, প্রায় ঘণ্টা দুয়েক পর তাঁর দেহ উদ্ধার হয়। 

কেন বারবার দুর্ঘটনা? খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিস। ময়নাতদন্তের পর দেহ  আটকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছেন কোলিয়ারির শ্রমিকরা। 

আরও পড়ুন:  WB Weather Update: কাল থেকে তাপপ্রবাহ দক্ষিণের একাধিক জেলায়, সপ্তাহের শেষে মিলবে সুখবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *