কী রয়েছে ওই ভুয়ো পোস্টে?
গত মার্চ মাসের প্রথম দিকে বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো ধাপে ধাপে ইস্তফা ও পরে বিজেপিতে যোগ দেন তিনি। আর তাঁর এই সিদ্ধান্তকে কেন্দ্র একদিকে যেমন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তীর্যক মন্তব্য ছুটে আসতে থাকে, তেমনই সোশ্যাল মিডিয়াতেও ঘুরতে থাকে বিভিন্ন পোস্ট। এরই মাঝে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যাতে দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। তাঁর হাতে একটি বোতল, আর সেই বোতলে হিন্দিতে লেখা ‘গোমূত্র’। সেই পোস্টে আরও লেখা, ‘আজ থেকেই শুরু করলাম, রোজ এক বোতল।’
সত্য ঘটনাটি কী?
ওই ভাইরাল ছবির সত্যতা অনুসন্ধানের জন্য সেটিকে রিভার্স সার্চ করে সংবাদমাধ্যম BOOM বাংলা। সেই রিভার্স সার্চে ২০২১ সালে এক ইউজারের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। আর সেই পোস্টের ছবিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নয়, বরং অন্য এক ব্যক্তিকে হাতে বোতল ধরে থাকতে দেখা যায়। ২০২১ সালের ২৭ মার্চ করা হয় সেই পোস্ট।
এছাড়া চলতি বছরের ৮ মার্চ এবিপি আনন্দে সম্প্রচারিত একটি প্রতিবেদনও গোমূত্রের বিষয়টি উঠে আসে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজেপিতে যোগদানের পর এবিপি আনন্দের সঞ্চালক প্রাক্তন বিচারপতির কাছে জানতে চান দার্জিলিঙের চা ও গোমূত্রের মধ্যে কোনটি তাঁর পছন্দ? উত্তরে দার্জিলিঙের চা-কেই বেছে নেন প্রাক্তন বিচারপতি। আর এইগুলি থেকেই বোঝা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে গোমূত্রের বোতল নিয়ে থাকা ওই ছবি ভুয়ো।
(This story was originally published by bangla.boomlive.in and republished by Ei Samay Digital as part of the Shakti Collective)