Kolkata Building Collapse : গার্ডেনরিচের পর বউবাজার! হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বহুতল, আতঙ্কে বাসিন্দারা – old building partly collapsed at kolkata bowbazar area creates panic in locality


বউবাজারে ভেঙে পড়েছে পুরনো বাড়ির একাংশ । রামকানাই অধিকারী লেনে একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। আজ সকালে কাজ চলাকালীন পাশের বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। পাশের একটি বাড়িতে প্রোমোটারির কাজ চলার সময় পুরনো বাড়িটির দেওয়ালে আঘাত করায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ।গার্ডেনরিচ কাণ্ডের আতঙ্ক এখনও কাটেনি। এর মধ্যে ফের একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ল। এবার বৌবাজার এলাকা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুরনো ওই বাড়ির লাগোয়া বাড়িতে প্রোমোটারির কাজ চলছিল আজ সকালে। সকাল থেকেই সেই বাড়িটি ভাঙার কাজ চলছিল। ভাঙাভাঙির কাজ চলাকালীনই মিস্ত্রীরা তাঁদের বাড়ির দেওয়ালে আঘাত করেন। সেই কারণেই পুরনো এই বাড়িটির একাংশ ভেঙে পড়ে যায় বলে অভিযোগ।

যে বাড়িটি ভেঙে পড়েছে, সেই বাড়ির এই বাসিন্দা জানিয়েছেন, সকালে ঘরের কাজের মাঝেই তিনি একটি বিকট আওয়াজ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন বাড়ির একাংশ ভেঙে পড়ে গিয়েছে। তাঁদের তরফে পাশের বাড়িটিতে যে প্রোমোটারির কাজ চলছিল, তাঁদেরকে সাবধানে কাজ করার জন্য বলা হয়েছিল। তারপরেই অসাবধানতাবশত কাজ করার কারণে এই অবস্থা হল বলে দাবি করেছেন তাঁরা।

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, মৃতদের পরিবার পিছু ৫ লাখ ক্ষতিপূরণের ঘোষণা

কিছুদিন আগেই গার্ডেনরিচ একাজায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে যায়। এই কাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ১২ জন মানুষ। এরপরেই দমদমের বিরাটি এলাকাতেও একটি বাড়ির অংশ ভেঙে পড়ায় এক গৃহবধূর মৃত্যু হয়। এই দুই ঘটনার পরেই ফের আবার পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মাঝে কলকাতা পুরসভা এলাকায় চেতলা এলাকাতেও একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়েছিল। একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Building Collapse : চেতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের কার্নিশ, চাঞ্চল্য মেয়রের ওয়ার্ডে
অন্যদিকে, বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ গ্রহণ শুরু করেছে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে একটি অ্যাপ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, পুরসভা এলাকায় ঘুরে ঘুরে বেআইনি নির্মাণের ব্যাপারে তদারকি করছেন পুর কর্তারা। কোথাও বেআইনি নির্মাণ দেখলেই তার ছবিও তুলে রাখছেন তারা। বেআইনি নির্মাণ সংস্থার বিরুদ্ধে দ্রুত নোটিশ পাঠানোর কাজ করা হচ্ছে। অবৈধ নির্মাণ রুখতে ১৫ দিন অন্তর পুলিশ এবং পুরসভা বৈঠকে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরপরেও বেশ কিছু জায়গায় প্রোমোটারির দৌলতে অবৈধ নির্মাণ চলছে বলে দাবি অনেকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *