Laxmi Bhandar,লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোয় উচ্ছ্বাস, অকাল হোলি সন্দেশখালিতে – sandeshkhali women celebrating for increasing money in laxmi bhandar scheme


১ এপ্রিল থেকেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা বৃদ্ধি পাচ্ছে। আবেদনকারীরা এবার থেকে মাসিক হাজার টাকা, তফসিলি শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে ভাতা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বৃদ্ধি পাওয়ায় অকাল হোলি সন্দেশখালিতে। গত কয়েক মাসে সংবাদের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। সেখানেও গ্রামের মহিলারা আবির খেলে আনন্দে মাতলেন লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি পাওয়ায়।লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ এপ্রিল মাস থেকে সাধারণের জন্য ১,০০০ টাকা তপশিলি জাতীয় উপজাতির জন্য ১,২০০ টাকা। সোমবার উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভার সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, দিলীপ মল্লিক দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার, আদিবাসী নেত্রী অষ্টমী সর্দারদের কাছে পেয়ে উলু শঙ্খ ধ্বনি নাচ গানের মধ্য দিয়ে সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিয়ে উৎসবে মাতলেন প্রতিবাদীরা।

এই ছবি দেখা গেল সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উত্তরদ্বাড়ির জঙ্গল, কর্ণখালি বেশ কিছু গ্রামে। প্রতিবাদীরা জানাচ্ছেন যে, আমাদের তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন ছিল না। দলের তিন নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার হাতে রীতিমতো অত্যাচারিত হয়েছি। আমাদের জমি জায়গা লুট করে নিয়েছে। লিজের টাকা দেয়নি। জেলে আছে, শাস্তি পাচ্ছে। এতেই আমাদের শান্তি ফিরেছে। আমরা আগেও তৃণমূলের পাশে ছিলাম, এখনও আছি।

Sandeshkhali News: আতঙ্কের স্মৃতি কি এখন অতীত? কেমন আছে সন্দেশখালি?

গ্রামের অনেক মহিলারা জানাচ্ছেন, অপরাধীরা জেলে আছে বলে শান্তি পেয়েছে সকলে। গ্রামের মহিলাদের একাংশের বক্তব্য, ‘তৃণমূলের সঙ্গে আগেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আর বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, সেই কথা রাখলেন। আজকে ১লা এপ্রিল থেকে লক্ষী ভাণ্ডার ভাতা বৃদ্ধি হচ্ছে। আজ সবাই আনন্দ উৎসবে মেতেছে, আমরা শান্তিতে খুশিতে আছি।’

লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? দুর্দান্ত সুখবর উপভোক্তাদের জন্য
বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘সন্দেশখালি সহ বসিরহাটের যেখানেই আমরা প্রচার করতে যাচ্ছি, আমাদের সাদরে গ্রহণ করা হচ্ছে। আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে। এখানে গ্রামের মহিলারা যেভাবে আবির খেলে এটাকে উদযাপন করলেন, তাতে আমরা অভিভূত। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, সেটা আরও একবার প্রমাণিত।’ উল্লেখ্য, আসন লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম। অন্যদিকে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সন্দেশখালি গ্রামের আন্দোলনকারী মহিলা রেখা পাত্রকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *