Trinamool Congress : ‘দলে কেউ কাউকে মানে না’, নিশানায় BJP! শুভেন্দু গড়ে আদি পদ্ম নেতা তৃণমূলে – bjp leader joined in tmc at kanthi lok sabha constituency ahead lok sabha election


শুভেন্দু গড়ে ফের ভাঙন গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের মুখে বিজেপির আদি নেতার যোগদান ঘাসফুলে। কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন খাড় অঞ্চলের গোড়াপত্তনকারী বিজেপি নেতা সুবল পাহাড়ি ও তাঁর একাধিক সমর্থক। ভোটের মুখে অস্বস্তিতে গেরুয়া শিবির বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলে।সপ্তাহের শুরুতেই পটাশপুর এলাকায় নিজের বিধানসভা এলাকায় দিনভর প্রচার চাললেন কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। শুভেন্দু গড় হলেও বিজেপিকে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা এলাকার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল, মথুরা, সাউথখন্ড, শ্রীরামপুর, পঁচেট ও খাড় অঞ্চলে ভোট প্রচারে এসে শীতলা মাতার মন্দিরে পূজার্চনা করে ময়দানে নেমে পড়েন পটাশপুরের বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি তথা কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

এরই মাঝে খাড় অঞ্চলের গোড়াপত্তনকারী বিজেপি নেতা সুবল পাহাড়ি সহ একাধিক বিজেপি নেতৃত্ব সমর্থক, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। যোগদানের পর সুবল পাহাড়ি জানান, বিজেপি দলে গ্রুপ বাজি চলছে। কেউ কাউকে মানে না। আমার বুথে যে বিজেপিকে গালাগালি করছে, সে তারপরে ব্লক নেতা হয়ে যাচ্ছে। সেই কারণেই বিজেপির উপর আস্থা হারিয়ে তিনি তৃণমূলের যোগদান করলেন বলে জানান।

Agnimitra Paul BJP Candidate : যুদ্ধে নামার আগে শান্তিকুঞ্জে অগ্নিমিত্রা পাল

এদিন নিজে বাইক চালিয়ে গোটা পটাশপুর বিধানসভা দাপিয়ে বেড়ালেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। জনসংযোগের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তৃণমূল প্রার্থী বলেন, ‘পটাশপুরে একুশের থেকে মানুষের উন্মাদনা অনেক বেশি। মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছে, ২৪ সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নরেন্দ্র মোদীর সরকারকে হটিয়ে দিতে হবে। সময়ের অপেক্ষা করুন মানুষের রায় প্রদান করবেন, আমার স্থির বিশ্বাস তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হবে।’

Debangshu Bhattacharya : ‘তমলুকে AIIMS হাসপাতাল আর…’, ভোটে জিতলে কী কী করার অঙ্গীকার দেবাংশুর?
তবে কাঁথি লোকসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসবে, উত্তম বারিক নাকি সৌমেন্দু অধিকারী? তা বোঝা যাবে ৪ জুন ভোট গণনার পরে। উল্লেখ্য, গতবার এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। পরবর্তীকালে তাঁর ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর বেশ কিছুদিন বাদে তিনিও বিজেপির পতাকা হাতে তুলে নেন। যদিও, বয়সজনিত কারণে এবার আর তিনি নির্বাচনী লড়াইয়ে নেই। তার বদলে এবার বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *