সুতপা সেন ও অরূপ বসাক: শিয়রে লোকসভা ভোট। উত্তরবঙ্গে জনসংযোগে মুখ্যমন্ত্রী। ডুয়ার্সে চা বাগানে গিয়ে এবার শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন তিনি। কথা বললেন পড়ুয়াদের সঙ্গে।
ঘটনাটি ঠিক কী? প্রাকৃতিক দু্র্যোগে বিপর্যস্ত জলপাইগুড়ি। সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারও। পরিস্থিতি খতিয়ে দেখতে এখন উত্তরবঙ্গে মুখ্য়মন্ত্রী। এদিন চালসার আইভিল চা বাগানে যান। স্রেফ বৈঠক নয়, বাগানে দাঁড়িয়ে শ্রমিকদের সঙ্গে চা পাতাও তোলেন মমতা। রাস্তায় পাশে দোকানে ঢুকে চা বানান নিজে হাতে।
এদিকে লোকসভা ভোটের মুখে বিপাকে উত্তরবঙ্গের চা শ্রমিকরা। কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ির দিচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটের পর প্রশাসন প্রশাসনের মতো ওদের সঙ্গে বসবে, বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্য়বসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য উত্তরবঙ্গ জেলার সমস্ত প্রশাসনকে অনুরোধ করছি। ব্রডলিপ প্য়ান্টগুলিকে বলার জন্য চা পাতাটা কেনাটা যেন বন্ধ করে। এটা মানবিক কারণে, কোনও রাজনৈতিক কারণে নয়। মানুষের জীবন জীবিকার লড়াই। সবাই এসেছিলেন, সবার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে’।
সবিস্তারে আসছে…