500 episodes of neem phooler madhu,৫০০ পর্ব পেরিয়ে নিম ফুলের মধু, সেলিব্রেশনের ভিডিয়ো – neem phooler madhu serial celebrates 500 episodes watch the celebration video


Embed

৫০০ পর্ব পেরিয়ে এল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এবং সপ্তাহের পর সপ্তাহ বেঙ্গল টপার হওয়া নিম ফুলের মধু। ৩ মার্চ ৫০০ পর্ব পূর্ণ করার সেলিব্রেশন হল সেটেই। হাজির ছিলেন সিরিয়ালের সঙ্গে যুক্ত সব কলাকুশলীরা। বহু দিন পর অসুস্থতা কাটিয়ে সেটে এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Neem Phooler Madhu 500the Episode)। তাঁর হাত ধরেই কাটা হল কেক। সেটে লিলি চক্রবর্তী থেকে পল্লবী শর্মা, রুবেল দশ সহ ইউনিটের বাকি সকলে উপস্থিত ছিলেন এই জমাটি কেক কাটার মুহূর্ত সেলিব্রেট করতে। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *