কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে অর্জুন সিং ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। লোকসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র। এছাড় বিজেপির জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার এক্সিকিউটিভ সদস্য তাপস দাসকেও দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা। এক্ষেত্রে প্রাক্তন বিচারপতিকে ওয়াই প্লাস ক্যাটাগরি ও অর্জুন সিংকে ডেজ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।প্রসঙ্গত, গত মার্চ মাসেই বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী ধাপে ধাপে প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া এবং পরে বিজেপিতে যোগদান করেন তিনি। বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্র থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। ওই কেন্দ্রে বিপক্ষে তৃণমূলের তরফে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আর বামেদের তরফে দাঁড়িয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
এদিকে আবার তৃণমূলে ভোটের টিকিট না পেয়ে ফের বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া তথা গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিংও। অর্জুনকে ব্যারাকপুর আসন থেকেই টিকিট দিয়েছে বিজেপি।
আপডেট পেতে রিফ্রেশ করুন