দেবাশিস আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন, সেটি তিনি প্রয়োগ করেন। তিনি বলেছিলেন ভারতে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনও জায়গা হবে না। দু’জন মুখ্যমন্ত্রী পরপর জেলে গিয়েছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন। তিনি মুখে কথা কম বলেন, কাজে অনেক বেশি করেন।’
প্রসঙ্গত, গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। গ্রেফতার হওয়ার পর কয়েক মাসে এই রাজ্যে জেলবন্দি থাকলেও পরে তাঁকে তিহারে নিয়ে যায় ইডি। এদিকে এরই মাঝে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও। বর্তমানে তাঁকেও রাখা হয়েছে দিল্লির তিহার জেলেই। ইতিমধ্যে তাঁদের জামিনের আবেদনও খারিজ হয়েছে। সেই হিসেবে আসন্ন নির্বাচনেও অনুব্রতর নেতৃত্ব ছাড়াই বীরভূমে লড়াইতে নামছে তৃণমূল।
এদিকে জেলবন্দি থাকলেও, জেলায় এখনও অনুব্রতকেই নিজেদের ‘ক্যাপ্টেন’ মনে করেন তাঁর অুগামীরা। জেলায় বিভিন্ন জায়গায় এখনও ব্যানার পোস্টারে ঝলমল করছে অনুব্রতর ছবি। এমনকী সম্প্রতি দোলের দিন কাটআউটে অনুব্রতর পায়ে আবির দিতেও দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের। আর সবচেয়ে বড় কথা, বারেবারেই অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বও। এমনকী খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে তাঁর স্নেহের কেষ্টর নাম। এরই মাঝে এবার কেষ্টর মেয়েকে নিয়ে এমন মন্তব্য শোনা গেলে বীরভূমের বিজেপি প্রার্থীর মুখে।